চলতি সপ্তাহে শেষ হতে চলেছে বাংলা মাস। শুরু হতে চলেছে বাঙালির নববর্ষ। এই সপ্তাহের শুরুতে বুধ মীন রাশিতে গমন করবে এবং সূর্য মেষ রাশিতে গমন করবে। এর পাশাপাশি রয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ ও ধন যোগ। এর ফলে চলতি সপ্তাহটি ৫টি রাশির জন্য সফল হতে চলেছে। আর সেই রাশিগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
বৃষ রাশি – চলতি সপ্তাহটি এই রাশির মানুষের জন্য সুখের হতে চলেছে। বৃষ রাশির ব্যক্তিরা এই সপ্তাহে নতুন কাজ পেতে পারেন। দীর্ঘদিন ধরে চলা অর্থের সংকট দূর হবে। এর পাশাপাশি তারা ভ্রমণ করতে পারেন। এছাড়া ব্যবসায় লাভের আশা রয়েছে।
সিংহ রাশি – চলতি সপ্তাহটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য ভাগ্যবান হতে চলেছে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে চলতি সপ্তাহটি ভাল যাবে তাদের জন্য। এর পাশাপাশি পারিবারিক সমস্যা সমাধানের জন্য পরিবারের ছোটো ও বড় উভয়ের থেকে সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা।
কর্কট রাশি – চলতি সপ্তাহটি কর্কট রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য বয়ে আনবে। কাজের জায়গা থেকে সমর্থন পাবেন এই রাশির মানুষেরা। এছাড়া পরিবারের মানুষের সঙ্গে ভালো সময় কাটবে। যারা শিক্ষার্থী তাদের সফলতা আসবে ও এই রাশির মানুষদের এই সপ্তাহে নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক তৈরি হবে।
কুম্ভ রাশি – চলতি সপ্তাহটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য ভালো যাবে। চলতি সপ্তাহে তারা ক্ষমতা ও সরকার সংক্রান্ত বিষয়ে কাঙ্খিত সাফল্য পেতে পারে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা যেতে পারে।
বৃশ্চিক রাশি – নতুন সপ্তাহটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য সুখের হতে চলেছে। চলমান অর্থনৈতিক সমস্যায় সমাধান খুঁজতে সচেষ্ট হবেন তারা। এর পাশাপাশি এই রাশির ব্যক্তিরা সমস্যায় পড়লে বন্ধু দ্বারা উপকৃত হবেন।
আরও পড়ুন,
*স্বামীকে কোটিপতি করতে সক্ষম এই ৫ গুনের মহিলারা
*নবম শ্রেণিতেই মারাত্মক প্রেম, অপরাজিতার ‘ভালোবাসার ভুত’ ছাড়াতে রক্ষাকালীতলায় নিয়েছিলেন অভিনেত্রীর ‘মা’