পুরুষ এবং নারীর চেহারা বিশ্লেষণ করে এটাই বলা হয় নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি সুন্দর। যদিও ভৌগলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশের মানুষের চেহারা বিভিন্ন রকমের হয়। তবে এমন এক দেশ রয়েছে যেখানকার মহিলাদের বিশ্বের মধ্যে সবথেকে বেশি সুন্দরী বলে মনে করা হয়।
এই দেশের নাম হলো ইউক্রেন। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয় এই দেশটি। যার পূর্বে রয়েছে রাশিয়া, উত্তরে বেলারুশ, পোল্যান্ড, স্লোভাকিয়া, পশ্চিমে হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া, মালডোভা এবং দক্ষিণে রয়েছে কৃষ্ণ সাগর ও আজভ সাগর।
রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো ইউক্রেন। এই দেশের শহরগুলি ভীষণই সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন। দেশের রাজধানীর নাম কিয়েভ। এই দেশটি মূলত জনপ্রিয় বিমান তৈরির জন্য। তারা বিশ্বের বৃহত্তম বিমান তৈরি করেছে। দেশের অধিকাংশ জনসংখ্যা খ্রিস্টান ধর্ম মেনে চলে।
মনে করা হয় এই দেশের মেয়েরা পৃথিবীর সবথেকে বেশি সুন্দরী। তারা ভালোবাসার যোগ্য এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের। তাইতো সেখানে অনেক বেশি ডেটিং হয়। তবে জানিয়ে রাখা ভালো এই দেশের মেয়েরা কিন্তু ভীষণই আবেগপ্রবণ এবং মেজাজপূর্ণ হয়ে থাকে। এছাড়া তারা ভীষণ স্মার্ট আর শান্ত স্বভাবের হয়।
তাদের নিজস্ব ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে। যদি আমরা এখানকার আবহাওয়া দেখি তাহলে সেখানে বেশিরভাগ সময় শীত থাকে এবং সেখানে প্রচুর বরফ পড়ে। এদেশের মানুষেরা বিভিন্ন শস্য, টাটকা শাকসবজি এবং ফল খেতে পছন্দ করেন। এছাড়া তাদের বিয়ার এবং ওয়াইনও পছন্দের।
আরও পড়ুন,
*‘নিতম্বে ক্যামেরা জুম করুন’, পাপারাজ্জিদের এমন কথাই বলে বসলেন নোরা ফতেহি