বিমানসেবিকার ভুলে সারার গায়ে উল্টে পড়ল জুসের গ্লাস, এ কি কান্ড ঘটেলেন সইফকন্যা!

kmc 20240727 091650 yrEhMD1L60

বলি পাড়ায় মিষ্টি ব্যবহারের জন্য পরিচিত সারা আলি খান। সকলের সঙ্গে সখ্যতা বজায় রেখে মেলামেশা করেন তিনি৷ কিন্তু সম্প্রতি যে কান্ড তিনি ঘটিয়েছেন তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না৷ কারণ সারা এমনটা করতে পারেন তা কখনও দেখা যায়নি। তাই তার কাছ থেকে এমন ব্যবহার যেনো অনভিপ্রেত। তবে খোলসা করে বলাই যাক ঘটনাটি কি।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানসেবিকার ভুলে সারার গায়ে উল্টে পড়ে যায় জুসের গ্লাস। আর তাতেই রেগে লাল হয়ে যায় সারা আলি খান। সইফকন্যার এমন অগ্নিমূর্তি আগে কখনও দেখেনি কেউ। আর তাতেই অনেকে অবাক হয়ে গিয়েছেন।

সারাকে যদিও সকলে হালকা মেজাজের বলেই চেনেন। সকলের সঙ্গে হেসে কথা বলতে দেখা যায় তাকে। কিন্তু সেই সারা হঠাৎ রেগে যাওয়াতে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কিন্তু নেটিজেনরা মনে করছেন, এটি মোটেই হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা নয়৷ বরং এটি কোনো বিজ্ঞাপনের শ্যুট হতে পারে।

সারা যেমন হাসিখুশি তেমনই পাহাড়প্রেমি। কাজের চাপ না থাকলেই তিনি পাহাড়ে ছোটেন। পাহারের নির্জন গ্রামে শান্তি খুঁজে নেন। মাঝেমধ্যে কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডের নানান জায়গা থেকে ছবি পোস্ট করেন তিনি। কাজের ফাঁকে দুদণ্ড বিশ্রাম নিতে পাহাড়ে চলে যান তিনি।

মাঝেমধ্যে তিনি তীর্থ করতে বেরিয়ে পড়েন। কখনও কাশী বিশ্বনাথ মন্দির, কখনও উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তীর্থ করতে ছোটেন তিনি। এছাড়া তাকে আসামের কামাখ্যা মন্দিরেও যেতে দেখা গিয়েছে।

আরও পড়ুন,
*‘একবারই হার্টব্রেক হয়েছে’, জাহ্নবীর হৃদয়ের ক্ষত মুছতে কে সাহায্য করলো? জানেন?