তার নামে যেসব মিথ্যে প্রচার হচ্ছে তার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেবেন অভিনেতা রণজয় বিষ্ণু! এমনটাই জানালেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিগত বেশ কিছুদিন ধরেই এই অভিনেতাকে নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে সোহিনী সরকারের বিয়ে হওয়ার পর থেকেই পুরনো কথা তুলে এনেছেন দর্শকেরা।
শুধু তাই নয় তার বিরুদ্ধে উঠে এসেছে প্রেমিকাদের এটিএম হিসেবে ব্যবহার করার অভিযোগ। তবে সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা। তার জীবনে প্রাক্তন প্রেমিকার সংখ্যা কম নয়। সেরকমই এক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রেমিকাদের নাকি তিনি এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন। আর এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন আরেক প্রাক্তন সোহিনী।
সম্প্রতি ফেসবুকে একটি লম্বা পোস্ট করে রণজয় লেখেন, ‘কয়েকদিন ধরে আমায় নিয়ে যে সমস্ত কথা প্রচার হচ্ছে তাতে আমি এবং আমার পরিবার মর্মাহত। এতে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে, কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা তৈরি করা হচ্ছে।’
‘কিছু আত্মলোভী, অসৎ মানুষ অতীতের কবর খুঁড়ে আমার নামে মিথ্যে অবতারণা করে আমায় ছোট করছে এবং আমার পরিবারকে অপমানিত করছে। শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুন্ন করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।’
এখানেই শেষ নয় তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় মাথার ওপরে উঠে এক ব্যক্তিকে ঘর মোছার মতোন পরিষ্কার করছেন অন্যজন। আর তাতে লেখা, ‘কিছু মানুষের এটাই প্রয়োজন।’ উল্লেখযোগ্য, সোহিনী সায়ন্তনীর অভিযোগ সমর্থন করে জানান তিনি তাদের প্রেমের সাক্ষী, তাই সায়ন্তনী যা লিখেছেন তা তিনি অস্বীকার করতে পারবেন না।
আরও পড়ুন,
*বিমানসেবিকার ভুলে সারার গায়ে উল্টে পড়ল জুসের গ্লাস, এ কি কান্ড ঘটেলেন সইফকন্যা!