প্রয়াত বন্ধুর মা, ছুটলেন শাহরুখ-গৌরী, শেষ শ্রদ্ধা জানাতে হাজির রানী, শিল্পা

kmc 20240727 143042 fdrTG8ls1F

২৬ শে জুলাই শুক্রবার প্রয়াত হয়েছেন ফারহা খান এবং সাজিদ খানের মা মেনকা ইরানি। ঐ দিন রাতেই বন্ধু ফারহার বাড়িতে পৌঁছেছিলেন শাহরুখ খান, স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। বন্ধুর বিপদে তার বাড়িতে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি, রানী মুখার্জির মতোন অন্যান্য তারকারাও।

গত ২৬ শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেনকা ইরানি। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কামল আর খান। মৃত্যুকালীন ফারহার মায়ের বয়স হয়েছিল ৭৯ বছর। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম পোস্টে ফারহা জানিয়েছিলেন তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে।

এমনকি ১২শে জুলাই মায়ের জন্মদিনে দীর্ঘ পোস্ট লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন তার সমস্ত শক্তির উৎস তার মা। লেখেন, ‘শুভ জন্মদিন মা! আজ বাড়ি ফিরে আসার (হাসপাতাল থেকে) জন্য একটা সুন্দর দিন। আমার সঙ্গে আবার লড়াই শুরু করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী। আমি জানি তুমি পারবে। সেই দিনের অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবাসি।’

এদিন খবর পেতেই তার বাড়িতে স্ত্রী ও মেয়ে-সহ হাজির হন শাহরুখ। তিনি পৌঁছতেই তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তবে ভীড় এড়িয়ে ঘরের ভেতরে ঢুকে যান তারা। হয়তো অনেকেই জানেন শাহরুখ এবং ফারহার বন্ধুত্ব অনেক পুরনো। ১৯৯৪ সালে যখন তিনি ‘কভি হাঁ, কভি না’তে কাজ করেছিলেন তখন থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত।

এরপর থেকে একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। যার ফলে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে। তাইতো ফারহার এই কঠিন সময়ে তাকে সান্ত্বনা দিতে হাজির হয়েছিলেন শাহরুখ। পৌঁছেছিলেন বন্ধু রানী মুখোপাধ্যায়, শিল্পা শেট্টি, ভূষণ কুমারের মতো তারকারাও।

আরও পড়ুন,
*আইনি পদক্ষেপ নেবেন রণজয়! প্রেমিকারা নাকি ATM কার্ড! কার বিরুদ্ধে?