বিশেষ মার্সিডিজ গাড়িতে চোরে ঘুরে বেড়ায় আম্বানিদের কুকুর, দাম শুনলে চোখ কপাল উঠবে

তিনি ভারতের সবথেকে ধনী শিল্পপতি, তাই তাদের সবকিছু যে বিলাসবহুল হবে তা স্বাভাবিক ব্যাপার। তবে তাদের পোষ্যের ক্ষেত্রেও কিন্তু একইরকম রাজকীয় ব্যাপার দেখা গিয়েছে। কারণ, আম্বানিদের পোষ্য হ্যাপি যে গাড়িতে চড়ে তার দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের।

আম্বানি পরিবারের পোষ্যটি হলো একটি গোল্ডেন রিট্রিভার। ভালোবাসে সবাই তাকে হ্যাপি বলেই ডাকেন। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সময় রীতিমতো লাইমলাইট কেড়ে নিয়েছিল এই পোষ্যটি। এদিন শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল তাকে।

আপনি জানলে অবাক হবেন হ্যাপি যে গাড়িটিতে চড়ে তার বাজার মূল্য 4 কোটি টাকা! ‘মার্সিডিজ বেঞ্জ G400 D’তে চড়ে সে ঘুরে বেড়ায়। যদিও আম্বানি পরিবারের বাকি সদস্যদের জন্য রয়েছে অধিক নিরাপত্তাযুক্ত ‘মার্সিডিজ G 63 AMG।’ ওই গাড়িটি শুধুমাত্র হ্যাপির জন্যই।

এর আগে সে ‘টয়োটা ফর্চুনার’, ও ‘টয়োটা ভেলফায়ার’ ব্যবহার করতো। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই অনেকে আবার ঠাট্টা করে কেউ বলেছেন আম্বানিদের পোষ্য হয়ে জন্মানোও ভাগ্যের ব্যাপার। সত্যিই তাই সাধারণ মানুষ যেখানে মার্সিডিজের স্বপ্ন দেখেন সেখানে একটি পোষ্য সেই গাড়িতে করে ঘুরে বেড়ায়।

উল্লেখযোগ্য, গত 12 ই জুলাই আড়ম্বরের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন রাধিকা এবং অনন্ত। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন না এমন কোনো তারকা নেই। বলিউড, টলিউড থেকে শুরু করে হলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন। এছাড়া ক্রিকেট তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা গিয়েছে।