গ্রামের মাঠে হেলিকপ্টার থেকে নেমে এলেন বর! জমে গেল ভিড়

প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে ধুমধাম করে বিয়ে করার। অনেকে আবার এমনভাবে বিয়ে করতে চান যাতে অন্যরা সারাজীবন মনে রাখেন। সেরকমই স্বপ্ন দেখেছিলেন উত্তরপ্রদেশের এক তরুণ। ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। সেই স্বপ্ন সত্যি করে মনের মানুষকে হেলিকপ্টারে চাপিয়ে উড়িয়ে নিয়ে গেলেন তিনি।

ঠিক যেন রূপকথার গল্প। আগে যেখানে সাদা ঘোড়ায় করে বিয়ে করতে আসতেন রাজপুত্ররা। সেরকমই তিনি সাদা হেলিকপ্টারে করে গিয়েছিলেন বিয়ে করতে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি উঠে আসতে রীতিমতো চমকে গিয়েছেন সকলে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপত জেলার মাভিকলন গ্রামের। পাত্র বীরেন্দ্র পেশায় একজন দুধ ব্যবসায়ী, যিনি গাজ়িয়াবাদের ইন্দ্রপুরীর বাসিন্দা। মাভিকলন গ্রামের প্রতিভাকে বিয়ে করতে যান তিনি। প্রতিভার কাকা হলেন সেই গ্রামের প্রধান।

বর্তমানে নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন প্রতিভা। এদিন হেলিকপ্টারে চেপে প্রতিভাকে বিয়ে করতে যান বীরেন্দ্র। বিয়ে সেরে প্রতিভাকে নিয়ে সেই হেলিকপ্টারেই উড়ে যান তিনি। নতুন বরের এই কান্ড দেখে ভিড় জমান গ্রামবাসীরা। এতোদিন পর্যন্ত গাড়িতে করেই বিয়ে করতে আসতে দেখেছেন নতুন বরকে।

এই প্রথম হেলিকপ্টারে করে কেউ বিয়ে করতে এলো সেখানে। ইতিমধ্যে সেই ছবি এবং ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে গ্রামের প্রধান জানিয়েছেন হেলিকপ্টার দেখতে ভীড় হলেও কোনোরকম অসুবিধা হয়নি। ঠিকঠাকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের। বিয়ের পর হেলিকপ্টারে করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নববধূ এবং বীরেন্দ্র।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক