বর্তমানে ‘বিগ বস ওটিটি ৩’এ প্রতিযোগী হিসেবে রয়েছেন অভিনেতা রণবীর শোরে। বেশ কিছু কারণে চর্চায় রয়েছেন তিনি। সেখানেই এবার তাকে কথা বলতে শোনা গেল প্রাক্তন স্ত্রী কঙ্গনা সেন শর্মাকে নিয়ে। কী কারণে তিনি এই অভিনেত্রীকে বিয়ে করেছিলেন জানালেন আরেক প্রতিযোগী নাজিকে।
এদিন রান্নাঘরে কাজ করতে করতে নাজি তাকে জিজ্ঞেস করেন ‘আপনার এবং আপনার প্রাক্তন স্ত্রীর পরিসর পুরো এক তাই না?’ তাতে তিনি হেসে বলেন, ‘ওর সঙ্গে কি তোমার দেখা হয়েছিল?’ নাজি উত্তর দেন, ‘না, আমার দেখা হয়নি’। তাতে রণবীর বলেন, ‘আমাদের পরিসর যদি এক না হতো তাহলে আমরা কেন বিয়ে করতাম আর বাচ্চা নিতাম।?‘
হয়তো অনেকেই জানেন ২০১০ সালে বিয়ে করেছিলেন কঙ্কনা এবং রণবীর। যদিও ১০ বছর পরেই বিচ্ছেদ ঘটে তাদের। বর্তমানে এক পুত্র সন্তান রয়েছে এই জুটির। নাজি এরপর প্রশ্ন করেন, ‘ইন্ডাস্ট্রিতে এতো সম্পর্কের ক্ষেত্রে কেন এমনটা হয়? অনেক শিল্পীকে ডিভোর্স দিতে দেখছি।’
এতে রণবীর জবাব দেন, ‘নারীবাদী আন্দোলন অনেক সময় অপব্যবহারের শিকার হয়। অনেক সময় পুরুষরা এটি সহ্য করতে পারে না এবং কখনও কখনও মহিলারা এটির অপব্যবহার করেন। তবে নারীবাদী আন্দোলনও গুরুত্বপূর্ণ। ইতিহাসে মহিলাদের দ্বিতীয় শ্রেণির ব্যবহার পাওয়ার একটাই মাত্র কারণ। নারীরা শারীরিকভাবে পুরুষের চেয়ে দুর্বল। এজন্যই নারীবাদী আন্দোলন গুরুত্বপূর্ণ।’
উল্লেখযোগ্য, টলিউডের পাশাপাশি বলিউডে সমান জনপ্রিয় কঙ্কনা। ২০০৭ সালে ডেটিং শুরু করেছিলেন তারা। এরপর ২০১০ সালে এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন,
*‘..আমরাও এক সঙ্গে রোয়েছি’, পরকীয়ার গুঞ্জনের মাঝে কি জানালেন যীশু সেনগুপ্ত?