‘…আমি গর্বিত’, মহানায়ক সন্মান পেয়ে ইন্ডাস্ট্রির ভূত-বর্তমান নিয়ে অকপট শুভাশিষ

kmc 20240726 165204 pS6RAyyg5c

৪৪ তম মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়! এই সম্মান পাওয়ার পর স্মৃতি রোমন্থন করেছেন অভিনেতা। জানিয়েছেন তার অভিনয় জগতে কঠিন সময়ের কথা। কীভাবে এতোটা পথ পার করে এসেছেন তিনি। সবটাই উঠে এসেছে স্মৃতির পাতায়।

২৪ শে জুলাই প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার। মহানায়ক হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহানায়ক পুরস্কারের সূচনা করেন। প্রত্যেক বছর ২৪ শে জুলাই টলিউডের তারকার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

এই বছর সেই পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী, রচনা ব্যানার্জি, শুভাশিস মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা। পুরস্কার হাতে পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছে অভিনেতার? জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে তিনি বলেন, ‘ভীষণ ভালো লাগছে। মহানায়ক সম্মান পাওয়া এক আলাদা আবেগ।’

একইসাথে তিনি বলেন, ‘এক মঞ্চ থেকে প্রসেনজিতের সাথে পুরস্কার নেওয়া মহানায়কের নামে এটা ভীষণ বড়ো প্রাপ্তি আমার জন্য। প্রসেনজিতের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। ও যেভাবে আমার পাশে থেকেছে এটা আমার কাছে বড়ো পাওয়া। সবথেকে বড়ো কথা মুখ্যমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার পেয়ে আমি খুশি।’

পাশাপাশি তিনি তার পুরোনো দিনের লড়াইয়ের কথা বলেন। আসলে তাদের সময় কাজ পাওয়া এতোটা সহজ ছিল না। পরিশ্রম করে যেতে হতো ভালো কাজ পাওয়ার জন্য। তিনি তার পুরো সময়টা দিয়েছেন অভিনয়কেই। তবে পাশাপাশি এও বলেন যে তার আজ কোনো ক্ষোভ নেই বরং তিনি গর্বিত। যা করেছেন সবটাই তার পরিশ্রমের ফল।

আরও পড়ুন,
*ডিভোর্সের জল্পনার মাঝে ঐশ্বর্যাকে নিয়ে বড় চমক দিলেন অভিষেক, জানেন কি?