সরকারি চাকরির পরীক্ষা হোক বা বেসরকারি সবেতেই বেশ কিছু ধাপ পার করে প্রতিযোগীরা নির্বাচিত হন। সেখানেই সর্বশেষ ধাপটি হলো ইন্টারভিউ। যেখানে কিছু বিভ্রান্তিকর প্রশ্ন করে প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১. পৃথিবীর কত শতাংশ মানুষ ডান হাতে কাজ করেন?
উত্তর: ৮১ শতাংশ মানুষ।
২. তাজমহলের প্রকৃত নাম কী?
উত্তর: মুমতাজ মহল।
৩. গান্ধীজির স্ত্রী’র নাম কী?
উত্তর: কস্তুরবা গান্ধী।
৪. কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?
উত্তর: ১৯১১ সাল।
৫. পৃথিবীর দিন ও রাতের মাঝের রেখাটিকে কী বলে?
উত্তর: টার্মিনেটর।
৬.এমন কোন জিনিস যা জন্ম থেকেই বুড়ো?
উত্তর:বুড়ো আঙুল।
৭. পৃথিবীর প্রথম করোনামুক্ত দেশের নাম কী?
উত্তর: নিউজিল্যান্ড।
৮. ভারতের কোন শহরকে উল্টো লিখলেও একই দেখায়?
উত্তর: কটক।
৯.কোন জিনিস কাউকে দিলে তা আপনাকেই সামলে রাখতে হয়?
উত্তর: প্রতিশ্রুতি।
১০. কোন দেশের মানুষেরা প্রথম আইসক্রিম তৈরি করেছিল?
উত্তর: চীন দেশের।
১১. কোন জিনিস জল পান করলে মারা যায়?
উত্তর: তেষ্টা বা পিপাসা।
১২. সবসময় কে দৌড়ায়?
উত্তর: সেকেন্ডের কাঁটা।
১৩. মাদার টেরিজা কোন দেশের বাসিন্দা ছিলেন?
উত্তর: মেসিডোনিয়া।
১৪. কোন বয়সে ছেলেদের উচ্চতা সবথেকে দ্রুত বৃদ্ধি পায়?
উত্তর: ১৩-১৭ বছরের মধ্যে।
১৫. এমন কোন জিনিস যা ছেলেদের বড়ো কিন্তু মেয়েদের বড়ো নয়?
উত্তর: দাড়ি-গোঁফ। (বিভ্রান্তিকর প্রশ্ন)