একসময় তাদের আর্থিক অবস্থা এমনই ছিল যে রেশন কিনতে পারতেন না। তবে আজ তিনি থাকেন রাজার হালে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিলাসবহুল বাড়ির পাশাপাশি তার রয়েছে দামী-দামী গাড়ি। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে?
আজ আমরা কথা বলছি বলিউড সুপারস্টার গোবিন্দার সম্পর্কে। একদিকে দুর্দান্ত অভিনেতা পাশাপাশি তার নৃত্যদক্ষতাও চোখে পড়ার মতো। বিশেষ করে কমেডি সিনেমাগুলির মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার এই যাত্রা মোটেই সহজ ছিল না।
ছোটবেলায় তাদের রেশন কেনারও টাকা ছিল না। তাই যখন তিনি রেশন আনতে যেতেন তাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এরপর যখন চাকরির চেষ্টা করেন তখন ইংরেজি না জানার কারণে কোনো ভালো চাকরি করতে পারেননি তিনি।
এরপর তিনি সিদ্ধান্ত নেন বলিউডে কাজ করবেন। ১৯৮৬ সালের ‘তনবদন’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর পরপর তার দুটি সিনেমা ‘লাভ ৮৬’ এবং ‘ইলজাম’ বক্সঅফিসে তুমুল সাফল্য পায়। ‘শোলে অর শবনম’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত সুপারহিট সিনেমার তালিকায় রয়েছে ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘সাজন চলে সসুরাল’ ইত্যাদি। যদিও বর্তমানে তাকে আর সিনেমায় কাজ করতে দেখা যায় না খুব একটা। বিভিন্ন রিয়্যালিটি শো-তে বিচারক হয়ে এবং ব্র্যান্ড প্রোমোশনের মাধ্যমে ভালো উপার্জন করেন তিনি।