টলিউডে এখন জোর সংঘাত। আপাতত অনিশ্চিত কালের জন্য বন্ধ সমস্ত শ্যুটিং। কোনো ধারাবাহিক, সিনেমা কিংবা ওয়েব সিরিজের শ্যুটিং হচ্ছে না বলে জানা গিয়েছে। ফেডারেশনের সঙ্গে পরিচালক ও প্রযোজকের সংঘাতে এমন পরিস্থিতির সূচনা হয়েছে বলে জানা গিয়েছে। তাই সোমবার সকাল থেকে বন্ধ সমস্ত শ্যুটিং। কবে এই অচলাবস্থা কাটবে তা কেউ জানে না।
আর এই বিষয় নিয়ে সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে বৈঠকে আয়োজন করা হয়েছে। আর সেই বৈঠকে হাজির হয়েছেন টলি পাড়ার একাধিক পরিচালও প্রযোজক। তার মধ্যে রয়েছে বিরশা দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন, গৌতম ঘোষ সহ আরও অনেকে।
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী বলেন, “রাহুলের কী হবে এই প্রশ্ন এখন সবার মুখে। আমরা পরিচালকেরা এই বিষয় নিয়ে চিন্তিত। আশা করছি টেকনিশিয়ান বন্ধুদের সহযোগিতা পাব।” এদিকে ডিরেক্টরস্ গিল্ড সোমবার রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে টেকনিশিয়ানরা তাদের মতামতের উপরই অনড়।
তারা জানিয়েছেন, তারা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না। গত শনিবার রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় টেকনিশিয়ান স্টুডিওতে একটি ছবির শ্যুটিং ছিল। এদিকে সেখানে পরিচালক, অভিনেতারা হাজির হলেও টেকনিশিয়ানরা হাজির হননি। আর এরফলে শ্যুটিং শুরু করা যায়নি। এমন পরিস্থিতিতে উপস্থিত কলাকুশলী ও পরিচালকেরা অপমানে হয়েছেন বলে শোনা গিয়েছে।
আর এরপরই পরিচালকেরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছেন। রবিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টরস্ গিল্ডের তরফে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
*‘মন খারাপ লাগে’, টলি পাড়ায় সম্পর্ক ভাঙনের ধুম, ভয় পাচ্ছেন গৌরব-দেবলীনা!