টলি পাড়ায় লেগেছে সম্পর্ক ভাঙনের ধুম। একের পর এক দীর্ঘ বৈবাহিক জীবনের ভাঙনের খবরে রীতিমতো সকলেই স্তম্ভিত। যাদের সম্পর্ক ভাঙার খবরে সকলেই অবাক হয়েছেন তারা হলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ভাঙনের পথে এসে দাঁড়িয়েছে। এর পাশাপাশি অর্জুন চক্রবর্তীর সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সম্প্রতি ছোটো পর্দার জনপ্রিয় তারকা ঋষি কৌশিকের দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পথে।
চারিদিকে এত সম্পর্ক ভাঙন দেখে হতাশ হয়েছেন অনেকেই। টলিউডে একের পর এক এমন খবরে বাকিদের মনেও ভয়ের সঞ্চার হয়েছে। তেমনই একটি দম্পতি হল গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার৷ তারা নিজেদের সম্পর্ক নিয়ে কতটা আত্মবিশ্বাসী? যদিও গৌরব ও দেবলীনা ভিন্ন প্রকৃতির মানুষ। দু’জনেই বিপরীত মেরুর। তবে সেটিই নাকি তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে।
গত ২০২০ সালের ৯ই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব ও দেবলীনা। তারা একসঙ্গে পার করে ফেলেছেন তিন বছরের বেশি সময়। একসঙ্গে তাদের দেখা যায়। কখনও জিম করতে আবার কখনও সাইক্লিং করতে। শরীরচর্চায় দুজনেই তৎপর। দেবলীনার রিল ভিডিওতে মাঝেমধ্যে দেখা যায় গৌরবকে।
আরও পড়ুন,
*‘যৌনতার জন্য নয়’, চারদিকে শুধু পরকীয়া, কী কামনা করেন করেন উত্তম কুমারের নাতবৌ?
তবে দেবলীনা যেমন চঞ্চল প্রকৃতির, গৌরব ততটাই শান্ত। এই বৈপরীত্য তাদের সম্পর্ককে নাকি আরও সুবিধা করে দিয়েছে। দু’জনে নিজেদের বাঁচার জায়গাটুকু ছাড়তে জানেন। তবে দেবলীনার আক্ষেপ, গৌরব রোম্যান্টিক নন। যদিও তাদের মধ্যে সম্পর্ক বেশ মজবুত তবু তারা টলিউডের একের পর এক তারকার ঘর ভাঙার কাহিনি শুনে স্তম্ভিত।
তাদের সবথেকে বেশি অবাক করেছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের খবর। গৌরবের মতে, “যাদের অনুপ্রেরণা ভাবে মানুষ, তাঁদের জীবনে খারাপ কিছু ঘটলে অদ্ভুত একটা অনুভূতি হয়, মন খারাপ লাগে।”
আরও পড়ুন,
*একরত্তিকে আদরে ভরিয়ে দিল মা-বাবা, দুর্নিবার-মোহরের ছেলে দেখতে কার মতো?