দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এলো সংগীতশিল্পী দুর্নিবার সাহা এবং তার স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের একমাত্র সন্তানের ছবি। কয়েক মাস আগেই তাদের কোল আলো করে জন্ম নিয়েছে পুত্র সন্তান। তবে এতোদিন ছেলের নাম বা ছবি কোনোটাই প্রকাশ্যে আনেননি তারা।
অবশেষে ছেলের অন্নপ্রাশন উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন এই দম্পতি। সেখান থেকেই জানা গিয়েছে ছেলের নাম। একমাত্র ছেলের নাম তারা রেখেছেন ধিয়ান। এদিন বাবা ও ছেলেকে ধুতি-পাঞ্জাবি এবং মা’কে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।
তাদের সাজগোজ এবং আশেপাশের সবকিছু দেখে এটাই স্পষ্ট হয়েছে যে অন্নপ্রাশন ছিল। ছেলে ধিয়ানকে দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, দুর্নিবার ইন্ডাস্ট্রির প্রথম সারির সংগীতশিল্পী। অন্যদিকে মোহর প্রসেনজিৎ চ্যাটার্জির জনসংযোগ আধিকারিক।
গতবছর প্রসেনজিৎ একপ্রকার দাঁড়িয়ে থেকেই মোহর এবং দুর্নিবারের বিয়েটা দিয়েছিলেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই সুখবর জানান তারা। অবশেষে তাদের কোল আলো করে জন্ম নেয় পুত্র সন্তান ধিয়ান। তবে তাদের বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়।
আসলে এই বিয়ে দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। এর আগে মীনাক্ষী মুখার্জির সাথে বেশ কিছু বছর সম্পর্কে ছিলেন তিনি। আইনি বিয়ে সারার পর একসঙ্গে থাকতেন তারা। এরপর ২০২১ সালে মহা-আড়ম্বরের সাথে সামাজিক বিয়েটা সারেন। তবে এক বছর কাটতে না কাটতে তাতে ভাঙ্গন ধরে। এরপর মোহরের সাথে শুরু হয় দুর্নিবারের সম্পর্ক।