ভাইরাল উর্বশী রাউতেলার স্নানঘরের ২৩ সেকেন্ডের ভিডিও! কি জানালেন অভিনেত্রী?

kmc 20240729 141250 NgQvBeLV0D

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উর্বশী রাউতেলার স্নানঘরের ভিডিও! যেখানে দেখা যায় স্নানঘরে গিয়ে একের পর পোশাক খুলছেন তিনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিও রীতিমতো উত্তাল করেছে সোশ্যাল মিডিয়া। তবে সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় স্নানঘরে গিয়ে পোশাক খুলছেন তিনি। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এই ভিডিওটি মোটেই বাস্তব জীবনের নয়। তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী, এটি আসলে একটি সিনেমার অংশ।

অভিনেত্রী জানান সেটি ‘ঘুষপ্যাইঠিয়ে’ সিনেমার একটি দৃশ্য। তবে সেটি কিভাবে ভাইরাল হলো তিনি জানেন না। তার মতে, ‘যখন ক্লিপটি ভাইরাল হয়, তখন আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি চাই না কোনও মেয়ের সঙ্গে এরকম হোক।’ যদিও কে এমনটা করেছেন তার কোনোরকম ধারণা নেই অভিনেত্রীর।

তবে দর্শকদের অভিযোগ তিনি নিজেই ভিডিওটি ভাইরাল করেছেন। কারণ, তিনি প্রচার চাইছেন। আসলে আমরা এমন অনেক তারকাদেরই দেখেছে যারা নেতিবাচক প্রচারকে কাজে লাগিয়ে জনসমক্ষে উঠে এসেছেন। দর্শকেরা মনে করছেন এই অভিনেত্রীও তেমনটাই করেছেন।

যদিও তেমনটা মানতে নারাজ উর্বশী। উল্লেখযোগ্য, কিছুদিন আগে একটি সিনেমার সেটে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এই বিষয়ে তার টিম জানায় একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে তার হাড় ভেঙেছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হয় অস্ত্রোপচার। বর্তমানে সুস্থ আছেন তিনি।

আরও পড়ুন,
*বিছানার তোশক সরাতেই ফস করে ফণা তুলল গোখরো! ভিডিও দেখে স্তম্ভিত নেটিজেনরা