এই হাড় কাঁপানো শীতেও ঠোঁট ফাটবে না! নিময় করে মাখুন তিন ঘরোয়া উপাদান

Cracked Lip: এই হাড় কাঁপানো শীতেও ঠোঁট ফাটবে না! নিময় করে মাখুন তিন ঘরোয়া উপাদান

শীতকালেও ফাটবে না ঠোঁট, ফুলের পাঁপড়ির মত তরতাজা থাকবে ঠোঁট, তার জন্য নিয়মিত ঠোঁটে কিছু জিনিস মাখুন, চলুন জেনে নেওয়া যাক জিনিস গুলি সম্পর্কে

১) মধু ঠোঁটে পুষ্টি আনে। ঠোঁটে মধু মাখুন। মধু নিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন স্নানের আগে। ১০ মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন।

আরও পড়ুন,
*Guinness Record: ১৪০ ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড কান্নুরের মেয়ের, গিনিস বুকে নাম তুললেন সুচেতা সতীশ
*রিঙ্কুর সঙ্গে রোমান্স করছেন নিরহুয়া, ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়

২) শীতকালে ঠোঁট ফাটা প্রবল তাতে কেনো সন্ধেও নেই। ক্রিম মাখলে ঠোঁট ফেটে রক্ত বেরোয়। তবে শুধুমাত্র কিছু ঘরোয়া উপাদানের বিনিময়ে আপনি আপনার ফাটা ঠোঁটের সমস্যার সমাধান করতে পারেন।

৩) একটু সময় পেলে ঠোঁটে মাখন মাখুন। ফাটা ঠোঁটের সমস্যা মেটাতে পারেন মাখন মেখে। এছাড়াও মাখন হালকা গরম করে ফাটা ঠোঁটে ম্যাসাজ করুন, এতে আরাম পাবেন।

আরও পড়ুন,
*First Woman DG of CISF: সিআইএসএফ-এর প্রথম মহিলা DG নিনা সিং, নোবেলজয়ী অভিজেতের সঙ্গে প্রকাশ করেছেন দু’টি
*চকচকে ত্বক পেতে চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তিন কাজ করুন