মায়ের সঙ্গে গল্প করছে, ছোট্ট বাচ্চা আদতে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক, চিনতে পারলেন

Chatting with his mother, the little kid actually recognized the famous music director of Bollywood

তিনি বলিউডের নামজাদা গায়ক। জনপ্রিয়তায় বাঙালি শ্রোতাদের কাছে তিনি বেশ শ্রদ্ধার পাত্র। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে খুদে শিল্পীকে দেখা যাচ্ছে মায়ের দিকে তাকিয়ে সহাস্য মুখে তাকিয়ে রয়েছে। তার দিকে তার মা হাসি মুখে তাকিয়ে রয়েছে। তিনি একজন জনপ্রিয় গায়ক। বর্তমানে বলিউডে তার পসার রয়েছে।

তাকে সারেগামাপা-এর বিচারকের আসনেও দেখা গিয়েছে। তিনি হলেন শান্তনু মৈত্র। তার পোস্ট করা ছবিতে তাকে দেখা গিয়েছে চেক শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার পাশে সহাস্যে তার দিকে তাকিয়ে রয়েছেন তার মা মঞ্জু মৈত্র। মঞ্জু মৈত্রকে দেখা গিয়েছে শাড়ি পরিহিতা অবস্থায়।

ছবিটি পোস্ট করে শান্তনু মৈত্র লেখেন, “মায়ের সঙ্গে বসে ফেলে আসা সুন্দর দিনগুলোর বিষয়ে গল্প করছিলাম। আমি বলছিলাম তোমায় অল্প বয়সে দারুণ দেখতে ছিল, কিন্তু মা মানতেই চাইল না। আমি আমি খুঁজে খুঁজে একটা পুরনো ছবি বের করলাম। এবার আপনারাই বলুন মাকে সুন্দর দেখতে কিনা।”

আর এই ছবি পোস্ট করার সকলেই মন্তব্য করেছেন। কেউ কেউ মঞ্জু মৈত্রকে সুচিত্রা সেন ভেবে ভুল করেছেন। কেউ লেখেন, “কাকিমার কী দারুণ চুল ছিল। হাসিটা দেখো, দেখেই মুগ্ধ হতে হয়।” আরেকজন লিখেছেন, “কী দারুণ দেখতে ছিলেন। এখনও যদিও দারুণ দেখতে ওকে।”

যদিও শান্তনু মৈত্র মাঝেমধ্যে মায়ের ছবি পোস্ট করে থাকেন। সেখানে মঞ্জু মৈত্রের জীবনের নানান জিনিস ধরা পড়ে। অনেকেই এই বয়সে মঞ্জু মৈত্র যেভাবে জীবন কাটান তা নিয়ে মুগ্ধ হন।

আরও পড়ুন,
*মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না রিলসের কোন নেশা নেই
*এসি-র আউটডোর ইউনিটটি কোথায় বসেলে ঘর বেশি ঠান্ডা হবে?