বৈশাখের শুরু হতে না হতেই গরমের দাপট বেড়েছে। এরপরও রয়েছে আরও একমাস গরমের ঝক্কি। এই কয়েকদিনের গরমে নাজেহাল বঙ্গবাসী। বৈশাখের শুরুতেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির উপরে। তাই আগামী দিনে যে এই তাপমাত্রা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রচন্ড গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা এয়ার কন্ডিশনার।
এয়ার কন্ডিশনার(AC)-র ঠান্ডা হাওয়া শরীরকে সাময়িক স্বস্তি দেয়। দুপুর ও রাত্রে শান্তিতে ঘুমানোর জন্য এই গরমে এয়ার কন্ডিশনার একমাত্র ভরসা। তাই এই গরমে বেড়ে গিয়েছে এসির বিক্রি। অনেকেই নতুন এসি কিনে ঘরে লাগাচ্ছেন। আর তার ফলে একটু শান্তিতে ঘুমাতে পারছেন তারা।
তবে জানেন কি এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিটটি কোথায় বসালে এসিতে ঘরও ঠান্ডা হবে এবং বৈদ্যুতিক খরচও কমবে। অনেকেই এসি কেনার পর ধন্দে পড়েন এসি(AC)-র আউটডোর ইউনিটটি কোথায় বসাবেন। তবে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোথায় আউটডোর ইউনিটটি বসালে লাভবান হবেন।
বিশেষজ্ঞদের মতে, এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সঠিক জায়গায় বসালে তবেই ঘর ঠান্ডা হবে। এর পাশাপাশি বাড়ির এমন একটি জায়গায় বসাতে হবে যার ফলে বিদ্যুৎ-এর সাশ্রয় হবে এবং বিলও কম আসবে।
আর এই আউটডোর ইউনিটটি বসানোর সেরা জায়গা হল ছাদ। তবে যারা একতলায় থাকেন তাদের জন্য সেরা জায়গা হল বারান্দা। বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনে চললে আপনিও লাভবান হবেন এবং বিদ্যুৎ-এর বিলও কম আসবে।
আরও পড়ুন,
*মেয়েদের বয়স ত্রিশ বছর হলে যা করতে ইচ্ছা করে
*মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে লিখলেও একই হবে?