বলি পাড়ার দুই জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও বাদশাহ। একজন যেখানে সুর তালের গানে মজে থাকেন, অন্যজন র্যাপ গানে শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তাদের একই স্টেজে দেখা গেলো। অরিজিৎ সিং-এর কন্ঠের যাদুতে মজে গোটা দুনিয়া। দেশ সহ বিশ্ব জুড়ে তার অসংখ্য শ্রোতা রয়েছেন। তাই দেশে যেমন তিনি লাইভ শো করেন তেমনই দেশের বাইরে লাইভ শো-তে অংশগ্রহণ করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাদশা ও অরিজিৎ-এর একটি লাইভ কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখার পর মুগ্ধ নেট দুনিয়ার সকলে। যেখানে দেখা গিয়েছে লাইভ অনুষ্ঠান চলছে। স্টেজে গিটার হাতে নিয়ে গেয়ে চলেছেন গায়ক অরিজিৎ সিং। হঠাৎই মঞ্চে হাজির হতে দেখা যায় বাদশাহকে। মাইক হাতে নিয়ে হঠাৎই ঝুঁকে পড়লেন তিনি।
সকল দর্শকদের সামনে অরিজিৎ-এর পা ছুঁয়ে প্রণাম করতে উদ্যত হলেন বাদশাহ। গোটা ঘটনায় হকচকিয়ে যান অরিজিৎ। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় পিছনেও সরে যান তিনি। বাদশাহ স্টেজে উঠতেই শ্রোতাদের মধ্যে উল্লাস ফেটে পড়ে। এরপর গায়ক অরিজিৎ-এর পা ছুঁয়ে প্রণাম করার সময় শ্রোতারা অভিভূত হয়ে যান বাদশাহ কাজ দেখে।
আরও পড়ুন,
‘সবাই অরিজিৎ সিং! সঙ্গীত জগত প্রকৃত শিল্পী পাওয়া থেকে বঞ্চিত থাকবে’: শান
দুই শিল্পীর মধ্যে এরপর হাসি বিনিময় হয়। দুই বছরের ছোটো অরিজিৎ-কে পায়ে হাত দিয়ে প্রণাম করতেও কুন্ঠা বোধ করেননি বাদশাহ। তার এই কাজে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। সকলেই বাদশাহর প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের এই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষেই। নেটিজেনরা এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন রীতিমতো।
অরিজিৎ নিজেকে বরাবর লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। নিজের পরিবার ও কেরিয়ার নিয়ে খুশি থাকেন তিনি। মুম্বাইয়ের বিলাসবহুল জায়গা ছেড়ে বছরের বেশিরভাগ সময় জিয়াগঞ্জেই কাটান তিনি।
আরও পড়ুন,
*গ্যাসে এই ভাবে রান্না করলে খরচও কমবে, বেশিদিন চোলবে
*মীন রাশিতে সূর্যের গোচর, নববর্ষে ভাগ্যোদয় ৩ রাশির