সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় জুটি তারা। নানান শরীরী কসরতের মধ্যে দিয়ে তারা প্রতিটি দিন শুরু করেন। আর তারই একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও ভোলেন না। তবে ব্যক্তিগত জীবনে তারা স্বামী স্ত্রী। বয়সের বিশাল পার্থক্য থাকলেও সেসব তুড়ি মেরে উড়িয়ে দু’জনে সুখে রয়েছেন। তারা হলেন মিলিন্দ সোমান ও অঙ্কিতা কোনার।
দেখতে দেখতে বিয়ের ৬টি বছর কাটিয়ে ফেললেন তারা। প্রতিবছর বিবাহবার্ষিকীতে এক নতুন ধরনের চমক আনেন তারা। কখনও ট্রেক করে আবার কখনও নানান শরীরী কসরতের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন তারা। এবারের বিবাহবার্ষিকীতে তারা উড়ে গিয়েছিলেন প্যারিস। একটু অন্যভাবে এবারের বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন মিলিন্দ ও অঙ্কিতা।
আগামী ২২শে এপ্রিল মিলিন্দ ও অঙ্কিতার ষষ্ঠ বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীতে প্যারিসের রাস্তায় তারা ৪২ কিলোমিটার দৌড়ে নিজেদের প্রেমকে উদযাপন করলেন তারা। তারা দু’জনেই খালি পায়ে দীর্ঘ ৪২ কিলোমিটার রাস্তা দৌড়েছেন। আর এই বিষয়ে অঙ্কিতা বলেন, “এটা একটা পাগলামো, আবার দারুণ মজায় বিষয় ছিল। নিঃসন্দেহে এটা আমার অংশ নেওয়া সবচেয়ে কঠিন ম্যারাথনগুলির মধ্যে একটি।”
মিলিন্দ জানান, “এটা কঠিন, চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে উত্তেজনাপূর্ণ! এখানে হাজার, হাজার মানুষ, তাঁদের মন, শরীরকে চ্যালেঞ্জ জানিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এখানে গভীর বিশ্বাস আর অজানা উচ্চতর শক্তির বহিঃপ্রকাশ হয়। আমরা সবসময় কিছু মজার চ্যালেঞ্জ দিয়েই আমাদের বার্ষিকী উদযাপন করছি। নাহয় কখনও ট্রেক করেছি, নয়ত বা ম্যারাথনে অংশ নিয়েছি। আমরা বছরে ৪টে বার্ষিকী উদযাপন করি। প্যারিসে ম্যারাথনে দৌড়ের মুহূর্ত ছিল অনুপ্রেরণা মূলক। তাছাড়া অঙ্কিতা কখনও প্যারিসে আসেনি, তাই আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকীর জন্য এটাই সেরা ছিল!”
মিলিন্দ ও অঙ্কিতার মধ্যে বয়সের একটি বড় পার্থক্য থাকলেও তা তাদের মধ্যে প্রাচীর তৈরি করতে পারেনি। মিলিন্দ ৫৬ বছর বয়সী এবং অঙ্কিতা ৩২। তাদের বন্ধন যে দৃঢ় তা তাদের পোস্ট দেখলেই স্পষ্ট হয়।
আরও পড়ুন,
*অরিজিৎ-এর পা ছুঁয়ে প্রণাম করলেন বাদশা, মুগ্ধ নেট দুনিয়া
*গ্যাসে এই ভাবে রান্না করলে খরচও কমবে, বেশিদিন চোলবে