Smart Watch: ৩ নিয়ম মানলে স্মার্ট ওয়াচের ব্যাটারির আয়ু বেড়ে যাবে, অত সহজে খারাপ হবে না

Smart Watch: অনেকেই রয়েছেন যারা স্মার্টওসাচ পরতে পছন্দ করেন। কেউ কেউ সকালে বেরিয়ে রাত্রে বাড়িতে প্রবেশ করার সময়টুকু সবসময় স্মার্টওয়াচ হাতে পরে থাকেন। এদিকে পছন্দের স্মার্টওয়াচ ৬ মাস পেরোতো না পেরোতে থেমে যায়৷ এত দামি স্মার্টওয়াচ খারাপ হয়ে গেলে কষ্ট লাগে বইকি৷ যত্ন না নিলে সবকিছুই খারাপ হয়ে যেতে পারে। তাই সঠিক যত্নের সাহায্যে স্মার্টওয়াচ ব্যবহার করুন। বিশেষ করে ব্যাটারির আয়ু বৃদ্ধি করলে ঘড়ি হবে দীর্ঘস্থায়ী।

অটোমেটিক ব্রাইটনেস – যদি স্মার্টওয়াচ হয় তবে তার আলো কমিয়ে ব্যবহার করুন। তাহলে অনেকক্ষণ সেটি পরতে পারবেন। আলো বাড়িয়ে রাখলে চার্জ বেশি খরচ হয়৷ এর ফলে ঘড়ির ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়ে যায়৷ তাই সেটিংসে গিয়ে অটোমেটিক ব্রাইটনেসটি বন্ধ করে দিন।

সেমি হাইবারনেস মোড – যদি স্মার্টওয়াচে সেমি হাইবারনেস মোড চালু করা থাকে তবে সেটির ব্যাটারি কম খরচ হয়৷ এর পলে স্ক্রিন বন্ধ করে পাওয়ার বোতাম না ক্লিক করা পর্যন্ত চালু হবে না৷ স্ক্রিন চালু হলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

শাটডাউন – স্মার্টওয়াচ ব্যবহার না করলে এটি বন্ধ করে রাখুন। নাহলে চালু করলে যা চার্জ আছে তা ফুরোতে শুরু করবে। এর পাশাপাশি সারাক্ষণ নোটিফিকেশন আসতে থাকবে। এর ফলে চার্জ কমে যাবে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক