‘মম ডিউটি’ করিনার! ছেলের সঙ্গে বৃষ্টি ভেজা মুহূর্ত ভাইরাল

kmc 20240826 131014 o7LodZ9N7v

আমরা সাধারণ মানুষ সব সময় অভিনেতা অভিনেত্রী দের নিয়ে আলোচনায় থাকি। তাদের বিলাসবহুল লাইফ স্টাইল আমাদের সাধারণ মানুষকে আকর্ষণ করে। আমাদের বলিউডে সেরা তারকাদের মধ্যে অন্যতম হলেন করিনা কাপুর। তার দুটি পুত্র সন্তান রয়েছে। তিনি একজন অনন্য প্রতিবা সম্পন্ন সফল অভিনেত্রী। সইফ করিনা দীর্ঘ সময় তারা একসাথে থাকার পর ২০১২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং ২০১৬ সালের তার প্রথম পুত্র সন্তান তৈমুর জন্ম গ্রহণ করেন। এবং ঠিক তার চার বছর পর অর্থাৎ ২০২০ সালে তার ছোট পুত্র জেহ জন্মগ্রহণ করেন। করিনা কাপুর হল কাপড় পরিবারের এক যোগ্যতম উত্তরসূরী।

গত শনিবার মুম্বাইয়ের মুষলধারা বৃষ্টি মাথায় নিয়ে তিনি তার বড় ছেলে তৈমুরের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। তিনি যেমন একজন সফল অভিনেত্রী ঠিক ‘মম ডিউটি’ ভালোভাবেই পালন করছে। Instagram স্টোরিতে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এবং সেখানে তাকে ছাতা মাথায় কালো একটি রেইনকোট এবং গামবুট পরনে দেখা যায়। তারপরের ছবিটি গামবুট ছিলেন। বোঝা যায় যে তিনি মাঠের খুব কাছেই ছিলেন এবং তার ছেলের ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন।

রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা কাপুর তার দুই পুত্র সন্তান সম্পর্কে জানিয়েছিলেন। তিনি এবং তার স্বামী তাদের সন্তানদের থামানোর চেষ্টা করে ।তৈমুর যেহেতু বড় তাই সে সবসময় জেহর এর উপরে অধিকার ফলানোর চেষ্টা করে এবং অপর দিকে জেহর সেটা মেনে নেয় না।

তৈমুর সব সময় তার ছোট ভাইয়ের পিছনে লাগে তাকে ধাক্কা দেয়। এরপর আমাদের এই অভিনেত্রীকে বাকিংহাম মার্ডারস সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে। যেখানে তিনি একজন গোয়েন্দা হিসেবে থাকবেন এবং তিনি তার সন্তানকে হারিয়েছেন এবং 10 বছরের একটি শিশু হত্যার কেস নিয়ে তিনি তদন্ত করবেন।

KarM in 1724635313345 8FLVpEp849
করিনার ইন্সট্রাগ্রাম স্টোরি

ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার টি সাড়া ফেলে দিয়েছে। সিনেমাটিতে থাকবে টানটান উত্তেজনা কারণ এখানে একজন মায়ের আবেগ দেখানো হবে। রোহিত শেট্টির সিনেমা’ সিংঘম এগেইন ‘এই সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন,
*‘জন্মাষ্টমীর প্রতিজ্ঞা হোক অশুভ হোক ধ্বংস, প্রতিবাদে ছাই হয়ে যাক পুতনাদের বংশ’ : রুদ্রনীল ঘোষ