মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ আরও তিনজন। এবার মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে তারই ছবি পাঠালেন শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানলা থেকে তিনি বেশ কিছু ছবি তুলেছেন। যেখানে পৃথিবীকে নীল ও সাদা রংয়ে দেখা যাচ্ছে। এটাই পৃথিবী। যদিও সেই ছবিতে দেশ বিদেশের সীমারেখা, স্থল, সমুদ্র কিছুই বোঝা যাচ্ছে না। আর সেই ছবিতে শুভাংশুকেও দেখা গিয়েছে।
নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনিই ভারতের প্রথম নভশ্চর যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন। রবিবার অ্যাক্সিয়ম স্পেসের তরফে শুভাংশুর তোলা মহাকাশ থেকে পৃথিবীর ছবিগুলি প্রকাশ্যে আনা হয়েছে। সেই ছবিতেই সকলের প্রিয় পৃথিবীকে দেখা যাচ্ছে। মহাকাশ স্টেশনে কুপোলা থেকে পৃথিবীকে ঘন নীল ও মাঝেমধ্যে ধবধবে সাদা রংয়ের ছিটে দেওয়া এক গোলক হিসেবে দেখা যাচ্ছে।
গত ২৮শে জুন শুভাংশুর সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদির। নরেন্দ্র মোদি শুভাংশুকে প্রশ্ন করেন, মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে? এর উত্তরে ভারতীয় নভশ্চর জানান, মহাকাশ থেকে পৃথিবীর কোনও দেশের সীমানা দেখা যায় না। কোনও ভেদাভেদ দেখা যায় না। বরং সব যেনো মিলেমিশে রয়েছে। এই ছবিই যেনো মানবতার মধ্যে ঐক্যকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
গত ২৬শে জুন মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় চার নভশ্চরের। এই দলে রয়েছেন দলের ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি, ক্রু-কমান্ডার পেগি হুইটসন, টিবর কাপু। ড্রাগন মহাকাশযানে চেপে তারা যাত্রা করেছিলেন। মহাকাশে তারা ৬০ রকমের পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ১০ দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন তারা।