জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তার মা সবসময় শক্ত রাখেন নিজেকে! সম্প্রতি এই বার্তাই দিলেন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের বড়ো কন্যা সারা সেনগুপ্ত। বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছে সম্পর্কে ভাঙ্গন ধরেছে নীলাঞ্জনা এবং যীশুর।
তৃতীয় এক নারীর কারণেই নাকি ২০ বছরের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে। তবে বাবা এবং মায়ের মধ্যে মা’কেই বেছে নিয়েছেন দুই কন্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন সারা। যেখানে দেখা যাচ্ছে মায়ের পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘খেলায় সেরা নারী।’ যার দ্বারা এটাই স্পষ্ট যে মায়ের এই কঠিন পরিস্থিতিতে মাকে আগলে রেখেছেন সারা। পাশাপাশি সকলের উদ্দেশ্যে এও বার্তা দিলেন জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তার মা সব সময় সেরা।
উল্লেখযোগ্য, যীশুর জীবনের সেই নতুন নারীর নাম হলো শিনাল। তার সাথে পরিচয় এক বছরের। আসলে ‘নির্বাক’ সিনেমার সময় সুস্মিতা সেনকে ম্যানেজ করতেন তিনি। এরপর যোগ দেন যীশুর টিমে। শোনা যায় জাতীয় স্তরের অভিনেতা হিসেবে যীশুর যাত্রা শিনালের হাত ধরেই।
ধীরে ধীরে নাকি তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকি একসাথে নাকি কয়েক মাস লিভ-ইনেও থেকেছেন তারা। যে খবর নীলাঞ্জনার কাছে আসতে খুব বেশিদিন সময় লাগেনি। তাই তো সোশ্যাল মিডিয়ায় স্বামীকে আনফলো করেছেন তিনি। এছাড়া মুছে দিয়েছেন একসাথেকার বেশ কিছু ছবি ও সেনগুপ্ত পদবী।
আরও পড়ুন,
*বিবাহবিচ্ছেদ না করলেও সঙ্গে নেই স্বামী রাহুল, পুলের জলে কার সাথে ডুব দিচ্ছেন প্রিয়াঙ্কা?