বিবাহবিচ্ছেদ না করলেও সঙ্গে নেই স্বামী রাহুল, পুলের জলে কার সাথে ডুব দিচ্ছেন প্রিয়াঙ্কা?

kmc 20240724 062917 L9cJ7CQW84

টলি পাড়ার একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটে। আর সেই সম্পর্ক এগিয়ে চলে নিজের ছন্দে। এরপর পরিবারের অমতে গিয়েই রাহুলকে বিয়ে করেন প্রিয়াঙ্কা।

কিন্তু তাদের সেই বিয়ে চিরস্থায়ী হয়নি। তাদের একমাত্র ছেলে সহজের জন্মের পর থেকে স্বামী ও স্ত্রী-এর মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে তারা ছেলের কথা ভেবে আর বিবাহবিচ্ছেদ করেননি৷ তবে তারা আর এক ছাঁদের তলায় থাকেন না। ছেলে সহজ বড় হয়ে ওঠার বেশিরভাগ সময়ই মায়ের কাছে থেকেছে। তাই তার মা যেখানেই যান ছেলে সহজকে সঙ্গে নিয়ে যান।

সম্প্রতি তাদের একটি সুইমিং পুলে সময় কাটাতে দেখা গেলো। সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে পুলের জলে খেলা করছেন তারা। প্রিয়াঙ্কার পরনে রয়েছে আকাশি নীল রঙের সুইম স্যুট। মায়ের গায়ে জল ছেটাচ্ছে ছেলে সহজ। আবার কখনও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সাঁতার কাটতে।

এই ভিডিও দেখে ধারণা করা যায় তারা কোনো রিসোর্টের সুইমিং পুলে সময় কাটাচ্ছিলেন। তবে পুল ছাড়াও প্রিয়াঙ্কা ও সহজকে দেখা গিয়েছে বোটিং করতে। তবে মা ও ছেলের সঙ্গে বাবা রাহুলকে দেখা যায়নি। তবে মা ও ছেলে এর আগে ঘুরতে বেরিয়েছেন এর আগেও। এবারও মা ও ছেলে একান্তে ঘুরতে বেরিয়েছেন।

আর সেই মুহূর্তের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা। গত বছর রাহুল ও প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন তারা ফের একসঙ্গে থাকবেন। যদিও তা তারা করেন ছেলে সহজের জন্য৷ তবে ভবিষ্যতে কী হবে তা জানেন না।

আরও পড়ুন,
*‘চোখের বালি’র ‘বিনোদিনী’র কথা মনে আছে? কেমন আছেন তানিয়া গঙ্গোপাধ্যায়?