টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে দীর্ঘদিন ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন তিনি। তিনি হলেন ‘চোখের বালি’ ধারাবাহিকের অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায়৷ এই ধারাবাহিকে তিনি ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে বহুদিন ক্যামেরা জগতে তার দেখা নেই। রূপোলী জগত থেকে দূরে সরে গিয়ে কেমন আছেন তানিয়া? তার নতুন জীবন কেমন কাটছে?
তানিয়ার শেষ কাজ ছিল ‘জীবন জ্যোতি’ ধারাবাহিক। এরপর তানিয়া ক্যামেরা জগত থেকে দূরে সরে যান। তিনি জানান, এই ধারাবাহিকে অভিনয় করা শেষ হওয়ার পর তার বিয়ে হয়ে যায়। তার স্বামী যেহেতু কর্মসূত্রে দূরে থাকেন তাই সবকিছু সামলে টলি পাড়ায় অভিনয় করতে আসা তার পক্ষে সম্ভব হয়নি। তাই নিজেকে ক্যামেরা জগত থেকে দূরে সরিয়ে নেন তিনি।
তবে বিয়ের কিছুদিন পর তার কাজে ফেরার ইচ্ছে ছিল। তিনি তাই স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে একটি দারুণ চরিত্র দেওয়া হয়। কিন্তু এরপরই তানিয়ার এক্টোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে।।এরপর আর কাজে যোগ দেওয়া হয়নি। ২০২৩ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তানিয়া। ২০২৪ সালের মার্চ মাসে সন্তানের জন্ম দেন তিনি৷
তবে এবার তিনি কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন। তার কথায়, তিনি চাননি বারবার কাজে যোগ দিয়ে তা ছেড়ে দিতে। দীর্ঘ ৫ বছর সংসার করার পর অবশেষে কাজে ফিরতে চলেছেন তিনি। কিন্তু কেরিয়ারের মধ্য গগনে কাজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নিলেন “এর উত্তরে তানিয়া বলেন, “আমি আসলে ভালবাসায় বিশ্বাসী। আমায় কোনও ছেলে খুব পাত্তা দিচ্ছে, এ সব আমার খুব একটা পছন্দ ছিল না।”
তার কথায়, “বরং আমার নিজের কাকে ভাল লাগছে সেটা আমার কাছে গুরুত্ব পেয়েছে। আমার স্বামীকে আমি প্রথম ফেসবুকে দেখি। আমি নিজেই পরিচয় করেছিলাম। ওর সঙ্গে কথা বলেই মনে হয়েছিল এর জন্য কাজ থেকে বিরতি নেওয়া যায়। আমাদের আলাপের এক বছরের মধ্যেই বিয়ে হয়। যদিও প্রথম সাত মাস দেখাই হয়নি।”
তানিয়ার স্বামী একজন পুলিশ আধিকারিক। বর্তমানে তারা বর্ধমানে রয়েছেন। তবে খুব শীঘ্রই কলকাতায় আসতে চলেছেন। সেখানে এসেই কাজে যেগ দেবেন তানিয়া। সঙ্গে ছেলেকে কলকাতায় মানুষ করতে চান তিনি।
আরও পড়ুন,
*ডিভোর্সের আগেই ‘এক্স’ দেবলীনা! তথাগতর ‘আধপোড়া কৃমি’ বিবৃতি নিয়ে কি জবাব দিলেন স্ত্রী?