শহরে মহালয়া থেকেই অনেক পুজো আরম্ভ হয়ে যাচ্ছে। ভিরের জন্য অনেকেই আগে থেকে পুজো পরিদর্শন আরম্ভ করতে পরিকল্পনা করছেন। পুজোর সময় ঠাকুর দেখার সময় সাথে থাকবে পরিধানের সাথে মানানসই ব্যাগ। আর ব্যাগের মধ্যে থাকবে মেকাপের রকমারি জিনিসপত্র। সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর দর্শন করতে গিয়ে মেকআপ ঘেঁটে যাওয়ার সাথে সাথে স্পর্শ করা। ঘেমেটেমে গেলে তাড়াতাড়ি করে স্প্রে করার জন্য ব্যাগ থেকে বেরিয়ে পরে ছোট পারফিউমের বোতল। এইগুলি তো রাখেনই। তবে ছোটখাটো এমন অনেক জিনিস থাকে, যেটা কিনা আমরা ব্যাগে রাখতে ভুলে যাই। অথচ রাস্তায় বেরিয়ে সেগুলির দরকার পরে। জেনে নিন, কোন কোন সামগ্রী ব্যাগে না নিয়ে বেরোলে কাপড় পরিদর্শন করতে বিপদের সম্মুখে পড়তে পারেন।
ব্যান্ড এড, সেফটিপিন:- নতুন জুতো পড়ে কিছু সময় হাঁটার পর পায়ে ফোসকা পড়ে গেছে? ফোসকা নিয়ে হাঁটা মানেই নাজেহাল অবস্থা। সমস্যা দূর করতে ব্যাগে আগে থেকেই একটি ব্যান্ড এড রেখে দিন। পথে বেরিয়ে বিপদে পড়তে না চাইলে সাথে রাখতে পারেন কয়েকটি সেফটিপিন।
ছাতা:- আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা শহর পুজোয় বৃষ্টিতে ভিজতে পারে। তাই মেকআপ নষ্ট করতে না চাইলে, জ্বরে ভুগতে না চাইলে, একটি ছাতা সাথে রাখুন অবশ্যই।
জলের বোতল:- পুজোর এই কদিন রোগ মুক্ত থাকতে চাইলে আর ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে দেহে জলের ঘার্তি হলে চলবে না। জল পিপাসা দোকান থেকে ঠান্ডা জল কিনে খেলেই বিপদ। এর জন্য ওজনও বৃদ্ধি পেতে পারে ও ঠান্ডা গরমে গলাও বসে যাবে। এর জন্য পুজোর বাকি দিনগুলিতে ঘোরাঘুরি নষ্ট হতে পারে। তার জন্য ব্যাগে একটি জলের বোতল রাখতে হবে ,ভালো হয় যদি ‘ডিটক্স ওয়াটার’ তৈরি করে ব্যাগে রেখে দিতে পারেন। সারাদিনে মাঝেমধ্যে খেতে পারলে বেশ চন মনে থাকবেন।
সেনিটাইজার ও ওষুধ:- পূজো মানেই পথে বেরিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। পথে ঘাটের খাবার খেলে পরিষ্কার পরিচ্ছন্নতা না মানলে চলবে না। তার জন্য ব্যাগে স্যানিটাইজার রাখতে ভুলবেন না। অথবা ব্যাগের টিস্যুও রাখতে পারেন, তা দিয়ে য়ে অপরিষ্কার হাত পরিষ্কার করতে পারবেন। পূজোতে পাঁচ দিন উপভোগ করতে চাইলে, পেটের গন্ডগোল এড়াতে চাইলে স্যানিটাইজারের বোতল সাথে রাখতে ভুলবেন না।
অনেকক্ষণ এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘোরাঘুরি করে মাথা ধরে গেলে, ঠাকুর দর্শন করতে গেলে এটা কোন বিষয় নয়। তাই ব্যাগে রেখে দিন দরকারি কয়েকটা ওষুধ। বমিভাব মাথাধরমত মতো সমস্যা আপনার যাতে না হয়। এর জন্য ব্যাগে জোয়ানের প্যাকেটেও রাখতে পারেন।
পাওয়ার ব্যাংক:- ঠাকুর দর্শন করতে বেরোনোর মানেই হাজার হাজার ফটো। অনেক ফটো তুলতে গিয়ে ফোনের ব্যাটারি শেষ হয়ে যেতে পারে অথবা ফোন বন্ধ হয়ে গেলেই বিপদে পড়তে হবে। এইসব ঘটনা এড়ানোর জন্য সাথে অবশ্যই একটি পাওয়ার ব্যাংক রেখে দিন।