গত ২৪শে জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল। আর সেই দিন মহানায়কের প্রয়াণ দিবস পালন করতে কলকাতার উত্তম মঞ্চে এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যের আয়োজন করেছিল ‘উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটি।’ এই দিন মহানায়ককে সম্মান জানানো হয়। মৃত্যুর পর এতগুলি বছর কেটে গেলেও তাকে ভোলেনি বাঙালি। তার মৃত্যুর পরও তিনি এখন বাঙালির কাছে মহানয়াক হয়ে জীবিত রয়েছেন। আগামী ৩রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকী।
উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটি-এর তরফে জানানো হয়েছে ওইদিন একটি সুন্দর সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতদিন ধরে এই কর্মকাণ্ড তারা পালন করে এসেছে। মহানায়ক উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা এই সংগঠন হলো উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি। এই কমিটির তরফে আগামী ৩রা জুলাই মানুষের কাছে উত্তম কুমারের সামাজিক দায়বদ্ধতার যে দর্শন সেই দর্শনকেই পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। মহানায়কের জন্মদিন ও মৃত্যু দিনে কমিটির তরফে এই কাজ পরম মর্যাদার সঙ্গে পালন করা হয়।
মহানায়ককে সম্মান জানাতে প্রত্যেক বছর বাংলার সঙ্গীত, নৃত্য ও চলচ্চিত্র জগতের শিল্পীরা হাজির হন। আগামী ৩রা সেপ্টেম্বর কলকাতার প্রধান নৃত্য গুরুর নৃত্যের মধ্যে দিয়ে মহানায়ককে সম্মান জানানো হবে। সেখানে এদিন উপস্থিত থাকবেন কোহিনুর সেন বারাট, মালবিকা সেন, পলি গুহ, উর্মিলা ভৌমিক সহ আরও একাধিক ব্যক্তিরা। এর পাশাপাশি প্রত্যেক বছর এই কমিটির তরফে জীবন্ত কিংবদন্তী শিল্পীদের তাঁদের কীর্তির জন্যে উত্তম কুমার স্মারক সন্মান প্রদান করা হয়।
এর পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল নয় এমন মানুষ যারা মহানায়কের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন তাদের আর্থিক সাহায্য ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়৷ প্রতিবছর এমন কিছু ব্যক্তিদের এই সাহায্য করা হয়। তেমনই এবছর এই সাহায্য পাবেন শঙ্কর দাস। তিনি উত্তম কুমারের একাধিক ছবিতে প্রোডাকশন অ্যাসিন্ট্যান্ট-এর দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে গানের মধ্যে দিয়ে মহানায়ককে সম্মান জানাবেন সঙ্গীতশিল্পী গৌরব সরকার ও অরিত্র দাশগুপ্ত।
তবে এই বছর উত্তম স্মারক সম্মানে কে ভূষিত হয় তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। এর পাশাপাশি ৩রা সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় মহানায়কের অভিনয় ধারার উপর একটি বিশ্লেষণাত্মক আলোচনায় আয়োজন করা হয়েছে। এই আলোচনার মধ্যে দিয়ে মহানায়কের একাধিক দিককে তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কুশল চক্রবর্তী। এর পাশাপাশি ওইদিন থাকবেন সাবিত্রী চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী সহ একাধিক প্রবীণ ব্যক্তিরা।
প্রথম কমেন্টে,
*বাড়িতে তুলসী গাছে মঞ্জরী এলে ৫ কাজ করুন, টাকার বৃষ্টি হবে!