মিনি মুন! পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে একটি নতুন গ্রহাণু

পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে একটি নতুন গ্রহাণু। এবার সেটি হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় উপগ্রহ। আর সেটির নাম বিজ্ঞানীদের তরফ থেকে রাখা হয়েছে ‘মিনি মুন’। অর্থাৎ চাঁদের মতন আরও একটি উপগ্রহ যা আগামী দুই মাস দেখা যাবে পৃথিবীর কক্ষপথে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত পৃথিবীর অক্ষাংশে এই গ্রহের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তবে কী এই ‘মিনি মুন’ তা জেনে নেওয়া যাক।

এই নতুন ‘মিনি মুন’ পৃথিবীর কোনো উপগ্রহ নয়। বরং এটি একটি গ্রহাণু। কয়েক দিনের জন্য সূর্যের টানে এটি সৌরজগতের মধ্যে ইতিউতি ঘুরে বেড়ায়। আর সেইসময় কিছুদিনের জন্য নিজের দিকে টেনে নেয় পৃথিবী। আবার কয়েক দিন পর সেই টান থেকে বেরিয়ে গ্রহাণুটি মহাশূন্যে মিলিয়ে যায়। বিজ্ঞানীদের মতে, এই ঘটনা মহাবিশ্বে একটি মহাজাগতিক ঘটনা।

যদিও এবার প্রথম নয়, এর আগেও দুই বার এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে পৃথিবীর মহাকাশে। আগামী কয়েদিনের মধ্যে পৃথিবী যে গ্রহটিকে নিজের দিকে আকর্ষণ করতে চলেছে সেটির নাম ‘২০২৪ পিটি৫’। গ্রহাণুটির ব্যাস ৩৩ ফুট। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আগামী ২৯শে সেপ্টেম্বর গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে। আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

যদিও এই গ্রহাণু এতই ছোটো যে এটিকে খালি চোখে দেখা যাবে না। উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ না হলে এটির দেখা পাওয়া সম্ভব নয়। এই গ্রহাণু নিয়ে বিশদে গবেষণা করেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা। তাদের তরফে জানানো হয়েছে, বর্তমানে গ্রহাণুটি মহাকাশে খুব ধীরে গতিতে ঘুরছে। এটি আগামী কয়েক দিনের মধ্যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে।

যদিও এর আগে এমন ঘটনা ঘটেছে আরও দুই বার। ১৯৮১ ও ২০২২ সালে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। অতীতে দুই বার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে দু’বার দু’টি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। কিছুদিন পর তারা ফের মহাকাশে বিলীন হয়ে যায়৷ এবারও এমন একটি ঘটনা ঘটতে চলেছে। যদিও উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ ছাড়া এই ঘটনা দেখতে পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন,
*উত্তরপ্রদেশের মিরাটে বহুতল ভেঙে পড়ে মৃত্যু ১০, আহত অনেকেই