বলি পাড়ায় ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবলীনা ভট্টাচার্য্য। তিনি সকলের কাছে ‘গোপী বহু’ নামেই পরিচিত। অভিনেত্রী ২০২২ সালের ১৪ই ডিসেম্বর তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেন। এরপর থেকে নিজের সংসার নিয়ে বেশ সুখে রয়েছেন দেবলীনা ভট্টাচার্য্য। তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন বলে জানা যায়। তবে শোনা যাচ্ছে মা হতে চলেছেন দেবলীনা৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে তাকে সমুদ্র সৈকতে ঘুরতে দেখা গিয়েছে। ছবিতে দেবলীনাকে দেখা গিয়েছে লম্বা গাউনে। এই ছবি পোস্ট করে দেবলীনা লেখেন, “Embracing the journey, one step at a time.
হ্যাশট্যাগ AdventureAwaits”। আর এরপরই গুঞ্জন শুরু হয়েছে।
কারণ অনেকেই তার পোস্ট করা ছবি ও হ্যাশট্যাগ দেখে নানান মন্তব্য করেছেন। শোনা যাচ্ছে দেবলীনা অন্তঃসত্ত্বা। নেটিজেনরা অনুমান করছেন দেবলীনা মা হতে চলেছেন। কেউ লিখেছেন, ” ছবিতে বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে।” আবার কেউ লেখেন, “মম টু বি”। তবে অনেকেই সন্তানের ধর্ম কী হবে তা নিয়েও মন্তব্য করতে ছাড়েননি।
দেবলীনাকে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা জিগ্যেস করলে তিনি জানান এটি “গুজব”। তিনি বলেন, তিনি গত ছয় মাস ধরে শুনে আসছেন তিনি মা হতে চলেছেন। তার একটি পরিবার তৈরির পরিকল্পনা রয়েছে তবে এখন যা শোনা যাচ্ছে তা গুজব। তিনি অন্তঃসত্ত্বা হলে তা সকলকে জানাবেন বলেও জানান তিনি।
তবে দেখা যাক কবে তিনি তার সন্তানের খবর প্রকাশ্যে আনেন। এর পাশাপাশি যা গুবজ বলে রটেছে তা সত্যিই গুজব কিনা তা জানতে গেলে অপেক্ষা করতে হবে তা বলাই বাহুল্য।