আর মাত্র দু’মাস, সূর্যের মহাগোচরে ৪ রাশি রাজার হালে জীবন কাটাবে!

And only two months, the 4 signs of the sun will spend their lives in the king's hall!

সূর্য যেকোনো রাশিতে এক মাস অবস্থান করে। আর তার ফলে রাশিগুলির উপরে একাধিক প্রভাব পড়ে। তেমনই জানা যাচ্ছে, আগামী ১৬ই আগস্ট ২০২৪-এ সূর্য সিংহ রাশিতে অবস্থান করবে। এদিকে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। আগামী ১৭ই সেপ্টেম্বর সিংহ রাশিতে সূর্য অবস্থান করবে। সূর্য সিংহ রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশির উপর তার প্রভাব পড়বে তা জেনে নিন –

কর্কট রাশি – সিংহ রাশিতে সূর্যের গমনে কর্কট রাশির জাতকদের ইতিবাচক প্রভাব দেবে। তবে খোলামেলা কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে পারে। কর্মক্ষেত্রে লাভ করবেন। দলবদ্ধভাবে কাজ করার জন্য কর্মীদের থেকে বাহবা পাবেন। এর পাশাপাশি চেষ্টার জন্য পুরস্কৃত হতে পারেন।

মেষ রাশি – সিংহ রাশিতে সূর্যের গমনে মেষ রাশির জাতকদের জীবনে আর্থিক সচ্ছলতা আনবে। এর পাশাপাশি কর্ম জীবনে অগ্রগতি আনবে। যদি ব্যবসার কাজে যুক্ত থাকেন তবে ট্র্যানজিট আপনার জন্য উপকারী হবে। কিছু স্থিতিশীল আয় প্রবাহ ও সমৃদ্ধি থেকে উপকৃত হবেন।

মীন রাশি – সিংহ রাশিতে সূর্যের গমনে মীন রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে। পেশাগত দিক থেকে সমৃদ্ধ হবেন। যারা চাকুরীজীবি ও ব্যবসায়ী সকলেই লাভবান হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা রাশি – তুলা রাশির জাতকদের পেশাদারি ক্ষেত্রে ফলপ্রসূ হবে। ভাইবোনের সহযোগিতা পাবেন। এর পাশাপাশি কর্মজীবন ও ব্যবসার সঙ্গে সম্পর্কিত অতীতের জন্য পুরস্কৃত হবেন।