হিন্দু ধর্মে সুখ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী। তিনি ধনসম্পদের অধিকারী। তাকে পুজো করলে ধনসম্পদ লাভ হয়। তার আশীর্বাদ পেলে সংসার ভরে ওঠে সুখে। চলতি বছরে তিন রাশির জাতকেরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আর এই তিন রাশি হলো সিংহ, ধনু ও কর্কট।
সিংহ রাশি – মা লক্ষ্মীর আশীর্বাদে সিংহ রাশির জাতকদের কপাল খুলবে। কর্মক্ষেত্রে আসবে সাফল্য। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। এর পাশাপাশি কোনো সুখবরও পেতে পারেন।
ধনু রাশি – মা লক্ষ্মীর আশীর্বাদে ধনু রাশির জাতকদের আর্থিক সচ্ছলতা ফিরবে। পেশাদার জীবন আরও মসৃণ হবে ও ব্যবসায় উন্নতি হবে।
কর্কট রাশি – কর্কট রাশির জাতকদের জীবন হবে সুন্দর। পেশাদার জীবনে সাফল্য আসবে। দাম্পত্য জীবন হবে মধুর। ব্যবসা লাভজনক হবে। আগামী ৭ই জুলাই রাশি বদলাবে শুক্র। শুক্র চন্দ্র রাশিতে গমন করবে। এর প্রভাবে মেষ, কর্কট, কন্যা রাশির জাতকদের কপাল খুলবে।
আগামী ২৮শে জুন মিথুন রাশিতে শুক্র গ্রহের উদয় হবে। এর ফলে বৃষ, মিথুন ও সিংহ রাশির জাতকেরা লাভ পাবেন। আগামী ৮ই জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর ফলে সুদিন দেখবে কুম্ভ, ও মীন রাশির জাতকেরা৷