গর্ভবতী জেনেও এই একটি ‘বদ্যভ্যাস’ ছাড়তে পারেননি রানি মুখোপাধ্যায়!

kmc 20240829 143851 yCy5hsj85X

হিন্দি সিনেমার অনেক তারকা আছে, যারা ধূমপানে আসক্ত। আর সেই বিষয়ে সকলের সামনে কথা বলতে কেউ পিছপা হন না। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন সকলেই ছিলেন ধূমপায়ী। সেই লিস্টে পড়েন রানী মুখোপাধ্যায়। তিনিও ছিলেন সিগারেটের মোহে নিমজ্জিত। তার মা বারবার না করার সত্ত্বেও তিনি ধূমপান ত্যাগ করতে পারলেন না।

তিনি অনেকবার ছাড়তে চেষ্টা করেছেন কিন্তু পারেনি। কারণ হিসাবে জানান, তিনি বহু পীড়ার মধ্যে আছেন। তার মায়ের থেকে রক্ষা পেতে রানী মুখোপাধ্যায় টয়লেটে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয় গন্ধ কমানোর জন্য গন্ধনাশক ব্যবহার করতেন। মুঠো মুঠো পুদিনার পাতা রাখতে নিজের কাছে। যাতে কেউ ধরে ফেলতে না পারে। পরে এক সময় তিনি আস্তে আস্তে ধূমপান এর নেশা ত্যাগ করতে শুরু করেছিলেন।

যখন তিনি গর্ভবতী হয়েছিলেন, তখন তিনি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব ধূমপান কম করার। রানী মুখোপাধ্যায় অনেকবার মোলাকাতে এসে নিজের এই কঠিন অবস্থার কথা বলেছিলেন। আরো বলেছেন তিনি কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন। এক সময় রানী মুখোপাধ্যায় সিগারেট ছাড়া থাকতে পারতেন না। সর্বশেষে তিনি সন্তানের কথা ভেবে বলেন তিনি ধূমপান করা কমিয়ে দেবে।

যখন তিনি গর্ভবতী ছিলেন তখন তিনি কোন ঝুঁকি নিতে রাজি ছিলেন না। সবশেষে তিনি ভাবেন অল্প অল্প করে সরে আসবেন এই নেশার জগত থেকে। সেই প্রয়াসই তিনি করতে থাকেন। আর একটা সময় পর তিনি সব নেশা পরিত্যক করে ফেলে।

আরও পড়ুন,
*মৌনীর ওজন বেড়েছিল ৩০ কেজি, ফের কোমরের মাপ ২৬ ইঞ্চিতে! অসাধ্য সাধন কিভাবে?