পেটে গ্যাসের সমস্যায় অনেকেই ভোগেন। কিছু খেলে প্রথমে গ্যাস হয় এবং তারপর তার থেকে হয় অম্বল ও অ্যাসিডিটি। আর তা থেকে সেরে ওঠার জন্য অনেকেই মুঠো মুঠো ওষুধ খান। কিন্তু আর নয় মুঠো মুঠো ওষুধ। এবার সাধারণ উপায়েি সারবে পেটের সমস্যা। আর তার জন্য করতে হবে তিনটি কাজ।
চিকিৎসকদের মতে, যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা সকালে উষ্ণ গরম জল খেয়ে দিন শুরু করতে পারেন। এরপর অল্প অল্প করে খাবার খান। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খেতে হবে। খাওয়ার পর বেশি করে জল খেতে হবে।
সঠিক সময়ে খাওয়ার পাশাপাশি বেশি করে শাকসবজি খেতে হবে। এর পাশাপাশি প্রতিদিন সকালে যোগাসন করতে পারেন। তা হয়ে না উঠলে রোজ বেশি করে হাঁটুন। তাহলে যেমন শরীরচর্চা হবে তেমনই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন।
তবে কখনোই না খেয়ে থাকা যাবে না। সবসময় কিছু কিছু খেতে হবে। খালি পেটে থাকলে আরও গ্যাস বাড়বে। এছাড়া সুস্থ জীবনযাপন করতে গেলে বেশি বেশি তেল ঝাল খাবার এড়িয়ে চলতে হবে।