রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি লঞ্চ কবে হবে? কী কী থাকছে এই স্মার্টফোনে?

প্রতি বছর রিয়েলমি তাদের নতুন সিরিজ লঞ্চ করে। তেমনই এবছর তারা লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন রিয়েলমি ১৩ প্রো এবং এটির একটি ৫জি ভার্সন। এই সিরিজের সঙ্গে আনা হচ্ছে হাইপারইমেজ প্লাস টেকনোলজি। এটির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে ছবি তোলা সম্ভব হবে। রিয়েলমি ১৩ প্রো ও ও রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি স্মার্টফোনটি আগামী ৩০শে জুলাই ভারতের বাজারে লঞ্চ করা হবে।

জানা যাচ্ছে, একটি ইভেন্টের মঞ্চ থেকে লঞ্চ করা হবে এই স্মার্টফোনটি। ওইদিন দুপুর ১২টায় একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টটি সরাসরি দেখা যাবে কোম্পানির ওয়েব সাইট ও রিয়েলমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তবে কী কী থাকছে এই স্মার্টফোনে তা নিয়ে সকলেরই একটি কৌতুহল কাজ করে। তাই জেনে নেওয়া যাক কী কী থাকছে রিয়েলমি-এর নতুন সিরিজের এই স্মার্টফোনে।

স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন৩ প্রসেসর। স্মার্টফোনটির বেস মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। তবে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ভার্সনে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি। বেস মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এর পাশাপাশি বেস মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং ৬৭ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কোম্পানির বেস মডেলটির দাম হতে পারে ২০ হাজার টাকার আশেপাশে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি ডুয়াল রিয়ার ক্যামেরাও থাকবে।

৫জি মডেলে ওআইএস ফিচারযুক্ত ৫০ মেগাপিক্সেল Sony LYT-701 প্রাইমারি সেন্সর ও ৩ গুণ অপটিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে। এর পাশাপাশি রিয়েলমি ১৩ প্রো ও রিয়েলমি ১৩ প্রো প্লাস স্মার্টফোন দু’টিতে হাইপারইমেজ প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফটোগ্রাফি-এর সুযোগ থাকবে।

স্মার্টফোনদু’টি পাওয়া যাবে মনেট গোল্ড, মনেট পার্পল, ভেগান লেদার ও সবুজ রঙে পাওয়া যাবে। অর্থাৎ বেশ কম দামে একাধিক ফিচার্স ও সুবিধা নিয়ে বাজারে হাজির হতে চলেছে রিয়েলমি-এর নতুন সিরিজের দু’টি স্মার্টফোন।