‘সিঁদুর দান’, জিতুর সঙ্গে বিচ্ছেদের পর ফের গাঁটছড়া বাঁধলেন নবনীতা?

'Sindur Daan', Navnita tied the knot again after breaking up with Jitu?

Nabanita Das: দ্বিতীয়বার নতুন জীবন শুরু করলেন টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস! যেই ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এইতো সেদিন বিচ্ছেদ হলো তাদের। এরই মধ্যে আবার নতুন করে সংসার শুরু করলেন তিনি?

আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নবনীতা। যেখানে দেখা যাচ্ছে সে সিঁদুর দানের পর মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর যার ক্যাপশনে লিখেছেন ‘সিঁদুর দান।’

পরনে বেনারসী, গা ভর্তি গয়না একেবারে নববধূর সাজে তার এই ছবি দেখে চমকে গিয়েছেন সকলে। যা দেখার পর সকলের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি আরেকবার গাঁটছড়া বাঁধলেন তিনি? কেউ কেউ যেমন লিখেছেন, ‘বিয়ে করলে?’ আবার আবার কেউ কেউ তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

তবে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এটি একটি ফটোশ্যুটের দৃশ্য। আসলে বর্তমানে তিনি অভিনয় করছেন ‘তুমি আশেপাশে থাকলে’ নামক ধারাবাহিকে। সেখানকার চরিত্রেরই বিয়ে দেখানো হয়েছে। তাই সেই স্বার্থে তাকে নববধূর সাজে দেখা গিয়েছে।

উল্লেখযোগ্য, চার বছর একসাথে সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেতা জিতু কমল এবং নবনীতা। এই বিষয়ে শোনা যায় তাদের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। যদিও এই নিয়ে কেউ স্পষ্ট করে কিছু জানাননি। বিচ্ছেদ হওয়ার পর তারা এখন কেরিয়ারে মনোনিবেশ করেছেন।