নতুন রূপে আসতে চলেছে ‘পরিণীতা’! যেখানে অভিনয় করতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং দেবচন্দ্রিমা সিংহ রায়কে। সম্প্রতি তারই টিজার প্রকাশ্যে এনেছেন গৌরব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পরিণীতা’। যেটি নিয়ে ইন্ডাস্ট্রিতে কম কাজ হয়নি।
প্রথমবার ১৯৫৩ সালে মুক্তি পায় এই সিনেমা। যেখানে কাজ করেছিলেন অশোক কুমার এবং মীনা কুমারী। ১৯৬৯ সালে ফের এই সিনেমায় দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়কে। আর সবশেষে ২০০৫ সালে বিদ্যা বালান এবং সঈফ আলী খান।
এবার সেটি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে। তারই এক ঝলক পোস্ট করে গৌরব লেখেন, ‘বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে hoichoi Best of Bengal -এর দ্বিতীয় নিবেদন – প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনী, পরিণীতা।’ যেখানে তাকে শেখরের চরিত্রে দেখা গিয়েছে।
ললিতার চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। সিরিজটি পরিচালনায় দায়িত্বে অদিতি রায়। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজ। টিজারে উঠে এসেছে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পুরনো কলকাতার ঝলক, যা দেখার পর মুগ্ধ সকলে।
https://www.facebook.com/watch/?v=496752452890852
আপাতত সিরিজটি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন দর্শকেরা। উল্লেখযোগ্য, বাংলা উপন্যাস নিয়ে কম কাজ হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও সেগুলি বেশিরভাগ বড়ো পর্দাতেই দেখা গিয়েছে তবে। বড়ো পর্দার পাশাপাশি এখন ওটিটি’তেও উপন্যাস নিয়ে কাজ হচ্ছে।