kmc 20240730 190839 dwlyyiRD6i

মুম্বাইয়ের হাসপাতালে আশানুরূপ চিকিৎসা হয়নি, তাইতো এবার চোখের ক্ষতি বাঁচাতে তড়িঘড়ি আমেরিকা উড়ে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান! সম্প্রতি একটি সংবাদমাধ্যমের তরফ থেকে তেমনটাই জানা গিয়েছে। এর আগেও একবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আর এবার ফের শারীরিক কারণে হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। জানা গিয়েছে চোখের সমস্যার কারণে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখিয়েছেন তিনি। তবে সেখানে ঠিক মতোন চিকিৎসা হয়নি। তাইতো চোখের যেটুকু ক্ষতি হয়েছে তা ঠিক করাতে আমেরিকা উড়ে যাচ্ছেন অভিনেতা।

জানা গিয়েছে, ৩০ শে জুলাই আমেরিকা যাবেন শাহরুখ। যদিও তার চোখের কী সমস্যা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এই কিন্তু প্রথম নয় এর আগেও একবার মেডিকেল এমারজেন্সি হয়েছিল তার। আইপিএল চলাকালীন সময়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে বাড়াবাড়ি কিছু হয়নি তখন তার। আসলে ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। একদিন থাকার পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে।

তারপর আরো একবার মেডিকেল এমারজেন্সি হলো অভিনেতার। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে মূলত এক ডনের চরিত্রে অভিনয় করবেন তিনি। সেখানে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খানও।

আরও পড়ুন,
কমপক্ষে ৩০৮টি প্রেমিকা! যৌবনে বেপরোয়া জীবন, সঞ্জয়ের ৬৫তম জন্মদিনে কী বার্তা স্ত্রী মান্যতার?