kmc 20240730 193612 LTp5ARvN6w

টলি পাড়ায় চলছে বিয়ে ভাঙার ধুম। একের পর এক দীর্ঘদিনের সম্পর্কের ভাঙন ধরছে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে আরেকটি সম্পর্ককে নিয়ে। সম্প্রতি ঋষি কৌশিক নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি তার দীর্ঘ ১২ বছরের বৈবাহিক জীবনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন। এই ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। এতদিন ঋষি কৌশিকের স্ত্রী দেবযানীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে অবশেষে তিনি মুখ খুললেন। তবে বিশদে কিছু জানাননি। তবে তিনি বলেছেন তার বিরুদ্ধে ঋষি কৌশিকের আনা সমস্ত অভিযোগ মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, অন্যায্য এবং কাল্পনিক৷ এর পাশাপাশি তিনি বলেছেন, “বিগত কয়েক দিন যাবৎ সমাজমাধ্যমে আমার স্বামীর কিছু পোস্ট নিয়ে আমাকে বার বার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর এবং আমি খুবই বিব্রত।”

এরপর তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলেন, “দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনও ভদ্র মানুষের যদি আদৌ এ ধরনের কোনও অভিযোগ থাকে, তা হলে সেই সমস্যার সমাধানে কোর্টে যাবেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না!” দেবযানীর কথায় তার স্বামী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন দেবযানীর সম্মানহানি করতে ও তার ক্ষতি করতে।

তাই তিনি মনে করেন, “যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ। আমার উপর দীর্ঘ দিন ধরে যে ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতা করে গিয়েছে, তার আরও একটি অধ্যায় এটি। আমার ধৈর্য আর সহনশীলতার অন্যায় সুযোগ নেওয়া হচ্ছে। আমার উপর চাপ সৃষ্টি করে, তার অন্যায় দাবিগুলি যাতে মেনে নিই তার মরিয়া প্রয়াস চলছে।” তবে তিনি বিশদে কিছু বলেননি।

এই বিষয়টি নিয়ে তিনি বর্তমানে আইনি পরামর্শ নেবেন বলেও জানান। এই বিষয়ে খুব শীঘ্রই তিনি আইনি পথে হাঁটতে চলেছেন। দীর্ঘ ১২ বছরের বৈবাহিক জীবন হয়তো তিক্ততার মধ্যে দিয়ে শেষ হতে চলেছে ঋষি কৌশিক ও দেবযানীর।

আরও পড়ুন,
*ফের অসুস্থ শাহরুখ, চিকিৎসা করাতে তড়িঘড়ি উড়ে গেলেন আমেরিকা