বর্ষার দিনে সাপের উপদ্রব বাড়ে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে যা করবেন

20240708 052011

বর্ষাকাল মানেই নানান পোকামাকড়ের উপদ্রব। বাড়িতে যেমন বাড়ে মশা, মাছি তেমনই পিঁপড়ে, আরশোলা, সাপ ইত্যাদির জ্বালাতনে অতিষ্ঠ হতে হয়৷ যাদের বাড়িতে বাগান আছে তাদের আরও সমস্যা হয়। বাড়ির কোন ফাঁক থেকে সাপ, ব্যাঙ ঢুকে পড়ে ঘরের মধ্যে আর তাতে বাড়ে বিপদ। গাছপালার টবের মধ্যে অনেকসময় কুন্ডলী পাকিয়ে থাকে সাপ। তাই বর্ষার দিনে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে কয়েকটি উপায় অবলম্বন করুন।

নিম তেল – বর্ষাকালে পোকামাকড় হলে তা তাড়ানোর জন্য খুব উপকারী একটি জিনিস হলো নিম তেল। ঘরের মেঝেতে ও কোণায় নিম তেল স্প্রে করুন। গাছপালা যে টবে রয়েছে তার চারিদিকেও স্প্রে করুন। এরফলে সাপ, ব্যাঙ, টিকটিকির উপদ্রব কম হবে। নিম তেলের উগ্র গন্ধে পোকামাকড় দূর হবে।

লেবু ও দারচিনির রস – বাড়ির আশেপাশে নোংরা জমলে তা আগে পরিষ্কার করুন। এরপর ঘর মোছার পর দারচিনির গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে সেটি মেঝেতে স্প্রে করুন। বাড়ির সব জায়গায় এটি স্প্রে করে রাখতে পারেন।

লেমন গ্রাস – ঘরে গাছড়া রাখতে পারেন। এটির সুন্দর গন্ধ মানুষের পছন্দ হলেও পোকামাকড় তা মোটেও পছন্দ করে না। এতে বাড়ির ধারেকাছে সাপ, বিছে আসবে না।

কার্বলিক অ্যাসিড – বাড়ির আশেপাশে যদি সাপের আনাগোনা বেশি হয় তবে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। বাড়ির আশেপাশে ছড়িয়ে দিলে সাপ আর ঘেঁষবে না৷

রসুন – কার্বলিক অ্যাসিড না পেলে রসুন থেঁতো করে ঘরের কোণায় দিয়ে রাখুন৷ এর ফলে সাপ চলে যাবে। এছাড়া পোকামাকড়ের উৎপাত কমবে।

আরও পড়ুন,
*বর্ষর দিনে দারুন লাগবে, ‘নারকেল পোস্ত বড়া’ রেসিপি শিখেনিন