প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী!

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী! দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেশ কিছুদিন ধরে। শনিবার ৬.৪০ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে সাত বার আরএসপি বিধায়ক ছিলেন তিনি। প্রায় আড়াই দশক ধরে মন্ত্রীর পদে ছিলেন। বাম আমলে ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্ব সামলেছেন।

যদিও ২০১১ সালে হেরে যান তৃণমূলের শংকর চক্রবর্তীর কাছে। তিনি পশ্চিম দিনাজপুর জেলার বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব এবং আরএসপি কেন্দ্রীয় কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদকও ছিলেন। তাকে সম্মান জানানোর জন্য আরএসপি রাজ্য দফতরে তার দেহ রাখা হয়েছিল বেলা ১টা-৩টে পর্যন্ত।

সেখানে তাকে শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। কলকাতার বেসরকারি হাসপাতালে তার ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল হয়ে উঠেছিল। তার পরিবার এবং দলের তরফ থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা চালানোর চেষ্টা করা হয়।

বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান। গত সপ্তাহে তার অসুস্থতার খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি এসএসকেএম হাসপাতাল সুপারের সাথে কথা বলেন। ১৬ই জুলাই তাকে ভর্তি করা হয়। অবশেষে সমস্ত লড়াই শেষ করে তিনি শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন,
*কোয়েলের এই স্বভাবে অখুশি, প্রকাশ্যে মেয়েকে নিয়ে এ কী বললেন রঞ্জিত মল্লিক!

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক