শ্রোতাদের মনে সুরের মধ্যে দিয়ে ঝড় তোলেন তিনি৷ এক টানা তিন যুগ ধরে গানের জগতে সসম্মানে বিরাজ করেছেন এ আর রহমান। তার গানের ভক্ত দেশ ছাড়িয়ে বিশ্ব জুড়ে রয়েছে। এহেন এক কিংবদন্তি শিল্পী তার পেশাদার জীবনে অনবদ্য গানের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন। তার পুরস্কারের ঝুলিতে রয়েছে অস্কার, গ্র্যামির মত বিশ্বখ্যাত গায়কী সম্মান।
তার পেশাদার জীবনে এত পুরস্কার তিনি পেয়েছেন যা এক কথায় প্রচুর। এহেন সমস্ত পুরস্কারগুলি গায়কের মা ভাবতেন সোনা দিয়ে তৈরি। আর তাই সমস্ত পুরস্কার তিনি তোয়ালে মুড়িয়ে রাখতেন। এমনটাই করতেন এ আর রহমানের মা করিমা বেগম। তিনি জানিয়েছেন, ভারতে যে পুরস্কারগুলি তিনি পেয়েছেন তা চেন্নাইয়ের বাড়িতে রাখা রয়েছে। সেই বাড়িতে রয়েছে একটি ঘর। যাতে শুধুমাত্র এই পুরস্কারগুলি রয়েছে।
এরপর তিনি জানান, দুবাইয়ের বাড়িতে আন্তর্জাতিক পুরস্কারগুলি এ আর রহমানের মা করিমা বেগম তোয়ালে মুড়িয়ে রাখতেন। মায়ের এই বিশ্বাসের জন্য দুবাইয়ের বাড়িতে সমস্ত পুরস্কার রাখতেন গায়ক। তবে তার মা আর বেঁচে নেই। মা গত হওয়ার পর পুরস্কারগুলি দুবাইয়ের বাড়ি থেকে ফিরদৌস স্টুডিয়োয় দিয়ে দেন তিনি।
এরপর সেই স্টুডিওতেই রাখা রয়েছে পুরস্কারগুলি। এ আর রহমান ড্যানি বয়েলের ছবি ‘স্লামডগ মিলিয়নিয়র’-এর ‘জয় হো’ গানের আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেন যা আন্তর্জাতিক গানের জগতে এক সেরা সম্মান হিসেবে পরিচিত। এই গানটিও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল।