kmc 20240823 144203 LXdQ4BUa9d

আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে সরব গোটা রাজ্য থেকে দেশ। এই ঘটনায় সমাজের নানান স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করতে। তেমনই টলিউডের গানের জগতের শিল্পীরাও নেমে এসেছিলেন। আর সেই মিছিলে দেখা গিয়েছে টলি পাড়ার জনপ্রিয় গায়কদের। মিছিলে দেখা গিয়েছে শিলাজিৎ মজুমদারকেও। এই মিছিলকে সামনে রেখে প্রতিবাদ করেছেন তিনি।

এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে শিলাজিৎ মজুমদার, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য্য সহ একাধিক শিল্পীদের। প্রতিবাদে সকলেই মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন কলকাতার রাজপথে। সকলেই সেই মিছিলে হাঁটলেন। এবার আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন।

আগামী ২৪শে আগস্ট শনিবার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে একটু শো ছিল গায়ক শিলাজিৎ মজুমদারের। তবে সেই শো-এর অনুষ্ঠান পিছিয়ে দিলেন গায়ক। তার কথায় আপাতত বর্তমান পরিস্থিতি দেখে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া শ্রেয় বলে মনে করেছেন গায়ক। তাই আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শো হবে না। এই বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, “২৪ অগস্ট কেসিসিতে আমাদের যে কনসার্ট করার কথা ছিল, সেখানে আমার গানগুলোকে একটু অন্য রকমের সাউন্ড ডিজাইন দিয়ে প্রেজেন্ট করার কথা ছিল। কিন্তু সেটা আমরা আপাতত পিছিয়ে দিচ্ছি। এটা ১৪ সেপ্টেম্বর হবে। কেন এটাকে পোস্টপন করা হল আশা করি এটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই সেটা বুঝতে পারছি।”

এরপর তিনি বলেন, “এই কনসার্টের জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, কেসিসি অফস্টেজ কর্তৃপক্ষ এবং আমরা যারা মিউজিসিয়ান ছিলাম মানে আমি, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, নবারুণ বসু, রাতুল শঙ্কর আর সৌনক আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এটা পিছিয়ে দেওয়ার। একটু অসুবিধা হবে, অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছিল। যাঁরা আসতে পারবেন না তাদের রিফান্ড দেওয়া হবে কিনা, কী হবে সেটা কেসিসি কর্তৃপক্ষ জানাবেন। আর যারা সেদিন আসবেন আসবেন। দুঃখিত।” অর্থাৎ বর্তমানে কলকাতার প্রথম সারির একটি ব্যস্ততম সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় যে সকলেই মর্মাহত তা স্পষ্ট।

আরও পড়ুন,
*৪ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরার জনজীবন, ঘরছাড়া বহু মানুষ, বন্যায় মৃত ১৯