ইঁদুর খেয়ে ঘুমাচ্ছে উলুপি, অন্য সন্তানরা কী করছে? জানাল সৃজিত মুখার্জি

টলি পাড়ার ব্যস্ত পরিচালক তিনি। প্রতি বছর নতুন ছবি মুক্তির জন্য তিনি ব্যস্ত থাকেন। তিনি হলেন সৃজিত মুখার্জি। বাঙালি পরিচালকদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই জায়গা করে নিয়েছেন। রবিবার ছিল পিতৃ দিবস। সেদিন বাবাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলেই পোস্ট করেছেন।

আর সেই পিতৃ দিবসে বাদ গেলেন না পরিচালক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। সাপ ও সন্তানদের নিয়ে পোস্ট করতে দেখা গেলো তাকে। সৃজিতের ছবিতে দেখা গিয়েছে তার কাছে রয়েছে নানান ধরনের সাপ। পরিচালকের গলায় একটি সাপ রয়েছে এবং কনয়াস হাতে ধরা রয়েছে আরও দু’টি সাপ।

সৃজিতের একটি প্রিয় সাপ হলো উলুপি। তাকে তিনি নিজের কন্যার জায়গায় বসিয়েছেন। তাই ছবিতে উলুপিকে দেখতে না পেয়ে অনেকেই সৃজিতকে জিগ্যেস করেছেন উলুপি কোথায়। আর তাতে সৃজিত জানিয়েছেন সে ঘুমোচ্ছে।

উলুপি রবিবার অনেক পরিশ্রম করেছে। থেমো থেমে দু’টি ইঁদুর খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে উলুপি। আর তাই সে বিশ্রাম নিচ্ছে। সৃজিতের অনেকদিন ধরেই পাইথন সাপ পোষার শখ ছিল। সেই শখ তিনি পূরণ করেছেন উলুপিকে দিয়ে। এদিকে সৃজিতের বাড়িতে সাপের ছড়াছড়ি। বাড়িময় সাপ ঘুরে বেড়ায়। তার বাড়িতে রয়েছে চারটি অজগর সাপ।

https://www.facebook.com/share/p/omx3sh4SFEoDEZQ7/?mibextid=oFDknk

সারা বারি নিজেদের মতন ঘুরে বেড়ায় তারা৷ চার পাইথনকে সন্তানের মতন ভালোবাসেন সৃজিত। মাঝেমধ্যে সাপেদের নিয়ে শ্যুটিং ফ্লোরেও হাজির হন সৃজিত৷ গলায় পেঁচিয়ে তাদের নিয়ে এদিক ওদিক চলে যান তিনি। সৃজিত ছোটো থেকেই সাপ নিয়ে খেলা করেছেন তাই সাপে তার ভয় নেই।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক