পেসমেকার বসানোর অপারেশন করা হয়েছে, এখন কেমন আছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়?

Shirshendu Mukhopadhyay

বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সকলেই চেনেন। তার সাহিত্য মুগ্ধ করেছে গোটা সমাজকে। তার লেখনীর ধার যেনো বারবার তার কল্পনা শক্তিকে প্রমাণ করেছে। এহেন বিশিষ্ট সাহিত্যিক বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। আর এতেই অনেকের কপালেই চিন্তার ভাজ।

তবে শীর্ষেন্দু কন্যা দেবলীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বাবার রুটিন চেকআপ চলছে। এর পাশাপাশি তার বুকে একটি পেসমেকার রয়েছে যেটি বদলানো হয়েছে। সোমবার দিন পেসমেকার বসানোর অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এই কারণে তাকে জেনারেল বেডে রাখা হয়েছে।

পেসমেকারের কারণে সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জির যাতে কোনো সমসনা হয় তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পেসমেকার বসানোর পর একটি নির্দিষ্ট সময় পর পর পেসমেকার বদলাতে হয়। তাই তাকে আগেভাগে হাসপাতালে আনা হয়েছিল। তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, পেসমেকার বসানোর সময় তার কিছুটা কষ্ট হয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জানা যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন। তিনি বাড়ি ফিরলে অনেকেই যেনো স্বস্তি পাবেন। তার লেখা একাধিক গল্প ও উপন্যাস আজও সমানভাবে সমাদৃত।