Virat Kohli: শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কি? জানেন না কোহেলি, প্রতিদিন উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য

Virat Kohlis only aim is to improve every day

শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কি? জানেন না বিরাট কোহলি Sangbad Bhavan

Virat Kohli: শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কি? জানেন না কোহেলি প্রতিদিন উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) কোনও রেকর্ডের পিছনে ছুটতে চান না। একজন ক্রিকেটার হিসাবে তিনি চান- প্রতি দিন আরও উন্নত নিজেকে খুঁজে পেতে, প্রতিদিন আগের দিনের তুলনায় ভালো খেলতে। ‘ধারাবাহিক উন্নতির জেদই সাফল্য এনে দেয়’ এমনটা মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বকাপে প্রতি ম্যাচেই রান পাচ্ছেন, চেনা ফর্মে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। তবে তিনি কোনও রেকর্ড ভাঙা বা গড়ার পেছনে ছুটছে না, কোহিলি বলেছেন- “সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি সেই লক্ষ্য নিয়েই প্রতিটি অনুশীলনে কঠোর পরিশ্রম করি। আরও পড়ুনIND vs ENG, ICC world-cup-2023: রোহিত-বিরাটদের সতর্ক করলেন ওয়াসিম আক্রম

প্রতিবছর আগের বছরের থেকে ভালো খেলতে চাই। এটাই আমাকে দীর্ঘ দিন ধরে খেলতে এবং পারফর্ম করতে সাহায্য করছে।” তাঁর মতে, “এমন মানসিকতা না হলে ধারাবাহিক ভাবে পারফর্ম করা যায় না।”

শুধু মাত্র পারফরম্যান্স লক্ষ্য হলে একটা ভাল ম্যাচেই সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়। তা হলে উন্নতির চেষ্টা বন্ধ হয়ে যেতে পারে। চিন্তা আসতে পারে পরিশ্রম বন্ধ করে দেওয়ার। তাই প্রতি দিন আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি।” আরও পড়ুন, Ushasi Ray: নুসরতের প্রাক্তনের সঙ্গে প্রেম! শাঁখা-পলায় নতুন বউ উষসী, সিঁদুরও খেললেন অভিনেত্রী

আর নিজের ক্রিকেট দর্শন নিয়ে কোহলি (Virat Kohli) বলেছেন, “কখনও শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইনি। এগোতে চেয়েছি উন্নতির লক্ষ্য নিয়ে। কারণ আমি জানি না শ্রষ্ঠত্বের সংজ্ঞা কী? এর কোনও সীমা নেই।”

বিরাট কোহলি(Virat Kohli)-র মতে, শ্রেষ্ঠত্বের নির্দিষ্ট কোনও মানদণ্ডও নেই। তাঁর কাছে প্রতি দিন উন্নতির চেষ্টাই আসল। যাতে আরও ভাল খেলতে পারেন। তিনি আরও জানিয়েছেন-“আসল লক্ষ্য থাকে দলকে জেতানো। ব্যক্তিগত পারফরম্যান্স সেখানে বাড়তি পাওনার মতো।”

Leave a Reply