অডিশনে ১০ জনের সাথে ঘনিষ্ঠ হতে হয়েছে! সুযোগের জন্য নিয়মের বিরুদ্ধে যাননি অভিনেত্রী

Had to be close with 10 people at the audition! The actress did not go against the rules for the sake of opportunity

কেরিয়ারের শুরুতে অডিশন দেওয়ার সময় দশ জন অভিনেতার সাথে ঘনিষ্ঠ হতে হয়েছিল হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েকে! সাম্প্রতিক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তিনি। দীর্ঘ দুই দশক ধরে হলিউডের সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী অ্যানি। তার ঝুলিতে রয়েছে অস্কারের মতোন উল্লেখযোগ্য পুরস্কার।

তবে শুরুটা কিন্তু মোটেই সহজ ছিল না। তার মা ছিলেন একজন অভিনেত্রী। তাকে দেখেই অভিনয় জগতে আসার কথা ভেবেছিলেন তিনি। ১৯৯৯ সালে সম্প্রচারিত ‘গেট রিয়্যাল’ নামক একটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর কাজ করেন ২০০১ সালে মুক্তি পাওয়া ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ়’ সিনেমায়।

1714807683 52

এরপরই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। তবে তিনি পরবর্তী সময়ে জানিয়েছেন ২০০০ সালে যখন তিনি অডিশন দিতে যেতেন তখন কাস্টিং ডিরেক্টররা তাকে অন্য অভিনেতাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার অনুরোধ করতেন। তখনকার দিনে এই নিয়মই মেনে চলতে হতো সকলকে। তাই অভিনেত্রী কোনো আপত্তি করেননি।

Had to be close with 10 people at the audition! The actress did not go against the rules for the sake of opportunity
অডিশনে ১০ জনের সাথে ঘনিষ্ঠ হতে হয়েছে! সুযোগের জন্য নিয়মের বিরুদ্ধে যাননি অভিনেত্রী

এই বিষয়ে বলেন, ‘একজন অভিনেত্রীকে সকলের সামনে অন্য অভিনেতাদের সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে বলা যেন খুব সাধারণ ছিলো। আসলে বড়োপর্দায় কোন জুটির সম্পর্কের রসায়ন ভালোভাবে ফুটে উঠবে তা খতিয়ে দেখার জন্যই অডিশনের সময় এই প্রস্তাব দেওয়া হতো অভিনেত্রীদের।’

তিনি আরো বলেন যে একদিন নাকি একজন বলেন, ‘দশ জনকে আসতে বলেছি। তোমার অডিশন নেওয়া হবে। উত্তেজনা কাজ করছে না তোমার?’ যদিও তার মধ্যে কোনো উত্তেজনা কাজ করেনি বরং বিষয়টি খুবই নোংরা মনে হয়েছিল তার। তবে চিরাচরিত প্রথা মেনে নিতে হয়েছে তাকে।

আরও পড়ুন,
*‘টিপ বরসা পানি’ গানে উদ্দাম ড্যান্স, ভাইরাল যুবতীর নাচের স্টেপ
*যৌবন বেঁধে রাখবে, হার্টের জন্যও উপকারী এই সবজি