এবার নতুন বন্ধুর সাথে পরিচয় করালেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ! পাপারাজ্জিদের উদ্দেশ্যে এও প্রশ্ন করলেন যে তার নতুন বন্ধু সকলের কেমন লেগেছে? যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা কম বেশি এই নামটির সাথে সকলেই পরিচিত। কারণ, নিত্যদিন তার নানান ভিডিও ভাইরাল হয়।
বিশেষ করে তার অদ্ভুত পোশাকের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। এই যেমন সম্প্রতি তাকে একটি ওভার সাইজ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। গোলাপী রঙের সেই জ্যাকেট পরে বন্ধুকে কোলে নিয়ে ঘুরছিলেন তিনি। আসলে তার সেই বন্ধু হলো একটি লাল রঙের টেডি বিয়ার।
তাকে কোলে করেই পাপারাজ্জিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। অনেকেই ভাবছিলেন তার জ্যাকেটের নীচে হয়তো অন্য কোনো অদ্ভুত পোশাক দেখা যাবে। তবে যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন ওটাই তার বিশেষ পোশাক। এই অসময়ে তার জ্যাকেট পরা দেখে অনেকেই নানান মন্তব্য করেছেন।
উল্লেখযোগ্য, উরফি মানেই সমালোচনা। তিনি এমন অদ্ভুত ধরনের পোশাক পরে ক্যামেরার সামনে আসেন যা মানুষ কখনো কল্পনাই করতে পারে না। ফুল, পাতা, কাঠ থেকে শুরু করে ব্লেড, তার ইত্যাদি দিয়ে পোশাক বানাতে দেখা যায় তাকে।
যদিও এর মাধ্যমেই তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। এরপর কাজ করেছেন বিভিন্ন রিয়্যালিটি শো থেকে শুরু করে মিউজিক অ্যালবামেও। তবে পোশাকের বিষয়ে যখন তার কাছে প্রশ্ন করা হয় তিনি বারবার একটা কথাই বলেন পোশাক নিয়ে কখনো তিনি আপোস করবেন না।
আরও পড়ুন,
*ছবির এই ছোট্ট মেয়েটি এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, সদ্য মা হয়েছেন তিনি, চিনতে পারলেন?