আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৫ সালে ১০ই ফেব্রুয়ারি থেকে তা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মাঝে সেই পরীক্ষা নিয়ে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষার হলে নকল করা প্রশ্ন ফাঁস রুখতে এবার টেস্ট পেপারে ছাপা হলো একগুচ্ছ নিয়মাবলি। যাতে কেউ অসাধু উপায়ে পরীক্ষা দিতে না পারে তার জন্য এবার এই নতুন পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ।
টেস্ট পেপারে পরীক্ষা দেওয়ার আগে কিছু নিয়মাবলি মেনে চলার উল্লেখ করা হলো। কী কী বিষয়ের উপর পরীক্ষার্থীরা সচেতনতা অবলম্বন করবে সেটিরও তালিকা করা হলো। তার মধ্যে রয়েছে পাঁচটি পয়েন্ট। আর সেগুলো হলো –
১) অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনও নথি নিয়ে প্রবেশ করা যাবে না।
২) পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হলের বাইরে যাওয়া চলবে না।
৩) অভিভাবককে পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া চলবে না।
৪) ভাল ফলের জন্য কোনও অসাধু উপায় অবলম্বন করা যাবে না।
৫) মোবাইল ফোন কিংবা কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
পরীক্ষার এতো আগে টেস্ট পেপারে নিয়মাবলি এমনভাবে উল্লেখ করার কারণ হিসেবে দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজার বক্তব্য, “মধ্যশিক্ষা পর্ষদ অনেক আগে থেকেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি করতে অ্যাডমিট কার্ডে নিয়মাবলি ছাপিয়ে পাঠাত। কিছু ক্ষেত্রে পরীক্ষার হলেও নির্দেশিকা পড়ে শোনানো হত। এ বার টেস্ট পেপারে পরীক্ষার কয়েক মাস আগে থেকেই যদি সেই নিয়মাবলি ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যায় তাহলে তাতে উপকৃত হবে সকলেই।”
এর বিপক্ষে যুক্তি উঠেছে, সকলেই কি টেস্ট পেপার ব্যবহার করেন? কিংবা করলেও কি এই নিয়মাবলি টেস্ট পেপারে থাকলে কোনও ইতিবাচক প্রভাব কি দেখতে পাওয়া যাবে? এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, মধ্যশিক্ষা পর্ষদ হয়তো পরীক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে অবশ্য পালনীয় কর্তব্যগুলি সম্পর্কে সকলকে অবহিত করতে চাইছে।