‘..মাথায় কী ঢুকেছিল!’ আরবাজকে বিয়ে নিয়ে অকপট মালাইকা

'..What went into the head!' Malaika is candid about marrying Arbaaz

এবার তার জীবনের অতীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মালাইকা অরোরা(Malaika Arora)। অল্প বয়সে বিয়ে থেকে শুরু করে বিবাহবিচ্ছেদের বিষয়ে অকপটে কথা বলতে দেখা গেলো তাকে। মাত্র ২৫ বছর বয়সে অভিনেতা আরবাজ খানের সাথে বিয়ে করেছিলেন তিনি। তবে ১৯ বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের।

তিনি বলেন, ‘এমনটা নয় যে আমাকে এই বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তবে আমাকে বলা হয়েছিল নিজের মতোন বাঁচতে, জীবনটাকে উপভোগ করতে। আমি জানিনা আমার মাথায় কি ঢুকেছিল যে মনে হয়েছিল ২২-২৩ বছরের মধ্যে বিয়ে করতে হবে। কেউ কিন্তু আমাকে জোর করেনি। সেই মুহূর্তে আমার এটাই সেরা মনে হয়েছিল।’

তবে বিয়ে করার পর ১৯ বছর সংসার করেছেন তিনি। এরপরেই স্বামীর সাথে মনোমালিন্য হতে শুরু করে এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এই বিষয়ে তার মতামত, ‘যখন আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি তখন আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে খুব বেশি মহিলা বিচ্ছেদের দিকে যাচ্ছিলেন। তবে আমার মনে হয়েছিল ব্যক্তিগত বৃদ্ধির জন্য, ভালো থাকার জন্য এটা দরকার।’

একইসাথে তার মনে হয়েছিল তার সন্তানের জন্যেও এটি সবথেকে ভালো পথ। কারণ, তিনি বিশ্বাস করতেন তিনি ভালো থাকলে তবেই আশেপাশের মানুষদের ভালো রাখতে পারবেন। সেইমতো ২০১৬ সালে বিচ্ছেদ হয় মালাইকা এবং আরবাজের। তবে জীবনে কিন্তু থেমে থাকেননি তিনি।

সম্পর্কে জড়িয়েছেন তার থেকে ১২ বছরের ছোটো অর্জুন কাপুরের সাথে। প্রথমদিকে এই বিষয়ে খুব একটা কথা না বললেও এখন সব বিষয়টাই খোলাখুলি হয়ে গেছে সকলের সাথে। তবে বিচ্ছেদের পর কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তাকে এমনও বলা হয়েছে যে তিনি প্রচুর খোরপোশ পেয়েছেন বলেই দামী পোশাক পরতে পারেন। আসলে তার মতে কিছু সংস্কার সারাজীবনই থেকে যায়।